তৃতীয় দিনের শেষে চাপে ভারত, ৯১ রান পন্থের

ভারত-ইংল‍্যান্ড ( india vs england) প্রথম টেস্টে তৃতীয় চাপে ভারত। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৫৭। ভারতের হয়ে লড়াই চালান চেতেশ্বর পুজারা ( cheteshwar pujara) এবং ঋষভ পন্থ ( rishabh panth)।

প্রথম টেস্টে তৃতীয় দিনে ৫৭৮ রান করে ইংল‍্যান্ড। জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান রোহিত শর্মা ( rohit sharma)। রোহিতের ঝুলিতে আসে মাত্র ৬ উইকেট। এরপর শুভমন গিলের সঙ্গে ব‍্যাট হাতে ভারতের রান সংখ‍্যা বাড়ান চেতেশ্বর পুজারা। শুভমন করেন ২৯ রান। পুজারা করেন ৭৩। ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ১১ রান করেন কোহলি। ১ রানে সন্তুষ্ট থাকতে হয় অজিঙ্কে রাহানেকে। এরপর ভারতের হয়ে রান সংখ‍্যা বাড়ান ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। ৯১ রান করেন ঋষভ। ৩৩ রান করে অপরাজিত সুন্দর। ইংল‍্যান্ডের ৪ উইকেট নেন ডোমিনিক। ২ টো উইকেট নেন জোফ্রা আর্চার।

তৃতীয় দিনে প্রথম ইনিংসে ভারতের সামনে পাহাড় প্রমান রান রাখে রুটের দল। যা শুরুতেই চাপে ফেলে দেয় বিরাট কোহলির দলকে। যা চতুর্থ দিনে পুরণ করতে পারে কি না কোহলির দল, সে দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেনে অঙ্কিতা

Advt

Previous article‘গড়াপেটা করেছে তৃণমূল,বাম কং’, নয়া তত্ত্বের হদিশ দিলেন মোদি
Next articleFootball-Analogy ব্যবহার করে রাজনীতিতে নতুন শব্দ আমদানি মোদির