বিশ্বমানের থার্মাল টিএমটি ইস্পাত প্রস্তুতকারী সংস্থা সুল

ষোলোয়ানা খাঁটি ইস্পাত নিয়ে এলো সুল টিএমটি। গত পয়লা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাজারে এলো এই ইস্পাত। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মাধব বেরিয়ালা জানিয়েছেন, এই সংস্থার তৈরি টিএমটি রড, রাউন্ড, ফ্ল্যাট, অ্যাঙ্গেল চ্যানেল ও অন্যান্য স্থপতি সহায়ক সামগ্রী সুনামের সঙ্গে বাজারে বিক্রি হয়। দুই বিখ্যাত প্রতিষ্ঠান সাপুরজি ও পালানজি এবং প্রক্টর এন্ড গেম্বল এই সংস্থা থেকে ইস্পাত সরবরাহ করে থাকে।

সংস্থার তরফে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের পাহাড়পুরে যে প্লান্ট রয়েছে সেখানে বছরে প্রায় 1 লক্ষ মেট্রিক টন স্টিল প্রস্তুত হয়। এই সংস্থার উৎপাদিত পণ্যগুলি ভারত সরকারের গুণগত মান নিয়ন্ত্রক। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জাতীয় বিভিন্ন বড় বড় প্রকল্পে ইস্পাত সরবরাহের জন্য এই সংস্থা বরাত পেয়ে থাকে।

Advt

Previous articleবাংলায় উন্নয়নের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর কোনও বিকল্প নেই, জানালেন পার্থ
Next articleমমতাকে তোপ দেগে বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের ডাক দিলেন মোদি