Monday, May 5, 2025

কয়লা-কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ, ফের হাইকোর্টে CBI

Date:

কয়লা-পাচার কাণ্ডে CBI ফের কলকাতা হাইকোর্টে৷

সিঙ্গল বেঞ্চের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার CBI হাইকোর্টের ( Highcourt) ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে৷

দিন কয়েক আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ কয়লা পাচার (Coal Scam) সংক্রান্ত এক মামলার রায়ে জানায়, এবার থেকে CBI-কে কয়লা পাচার কাণ্ডে রাজ্য পুলিশের সহযোগিতা নিয়েই তল্লাশি চালাতে হবে৷ এই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বাংলায় শোরগোল ফেলা কয়লা ও গরু পাচার মামলায় CBI দ্রুত তদন্ত চালাচ্ছে। একুশের ভোটের আগে এই কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালা-সহ অনেকের বিরুদ্ধে CBI তদন্ত করেছে সিবিআই। আর এই মামলায় CBIয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্ত লালা৷ কয়েকদিন আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তাঁর বিরুদ্ধে করা FIR চ্যালেঞ্জ করে লালা। শুনানি শেষে আদালত CBIয়ের বিরুদ্ধে লালার মামলা খারিজ করলেও হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছিলেন, রেলের এক্তিয়ারভুক্ত এলাকা ছাড়া এই মামলায় তল্লাশি চালাতে গেলে রাজ্যের সহযোগিতা নিতে হবে। এমনকী, যৌথভাবে তল্লাশি চালানোর কথাও হাইকোর্টের নির্দেশে উল্লেখ করা হয়৷ সেই নির্দেশে CBI আপত্তি জানিয়েই এবার পা রেখেছে ভিভিশন বেঞ্চে৷

আরও পড়ুন:BJP-র পরিবর্তন রথযাত্রাকে ঘিরে উত্তেজনা বেলডাঙায়

হলফনামায় CBI বলেছে, কয়লা পাচারের সঙ্গে গরু পাচারের মামলার যোগ রয়েছে। দেশের একাধিক রাজ্যে ও বাংলাদেশে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। ফলে সিঙ্গল বেঞ্চের রায় মেনে তদন্ত চালাতে গেলে প্রতি ক্ষেত্রে রাজ্যের অনুমতি নিতে হবে৷ এই নির্দেশ মেনে তদন্ত চালানো অসম্ভব৷ আগামী সপ্তাহেই এই আর্জির শুনানি হতে পারে৷

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...
Exit mobile version