কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি ইমরানের

কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইমরান খান বলেন, তিনি এখানকার মানুষদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার দিতে চেয়েছিলেন।
কাশ্মিরীদের শোষণ নয় তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আজাদ কাশ্মীর এবং জম্মু-কাশ্মীরের মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছি, তারা যদি কখনও স্বাধীনতা চায় তাহলে সেই সুযোগ তাদের দেবে পাকিস্তান। কারণ স্বাধীনতা তাদের অধিকার।

আরও পড়ুন- ‘এক দেশ, এক গ্যাস গ্রিড’: হলদিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদির
প্রসঙ্গত, ১৯৪৮ সালে কাশ্মীর প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মীরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।

Previous article৮ ফ্রেব্রুয়ারি, সোমবারের বাজার দর
Next articleআজ ১০ হাজার ক্লাবকে ফের সরকারি অনুদান দিতে চলেছেন মমতা