Saturday, November 15, 2025

জোড়াবাগান শিশু নিগ্রহ-হত্যাকাণ্ড: গ্রেফতার আরও ১

Date:

Share post:

জোড়াবাগানে শিশু নিগ্রহ এবং হত্যাকাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রণবীর তাঁতি ওরফে রঘুবীর। রঘুবীর আবাসনের নীচের তলার অফিসে পাথরে নাম খোদাই করার কাজ করত বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, ঘটনার দিন দারোয়ান লম্বুর সঙ্গে রঘুবীরও মদ খেয়েছিল। তারপর দু’জনে মিলে ওই ৯ বছরের শিশুর ওপর অকথ্য অত্যাচার চালায়। বিহারের বাসিন্দা ৪৩ বছরের রঘুবীর। রবিবার রাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর তদন্তকারী আধিকারিকরা তার জবাবে অসঙ্গতি দেখে। এরপর সোমবার রঘুবীরকে গ্রেফতার করা হয়।

ইতিমধ্যেই জোড়াবাগান কাণ্ডে ধৃত দারোয়ান লম্বুকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল কলকাতা নগর দায়রা আদালত। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, তাঁর বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছে পুলিশ। এমন নারকীয় ঘটনা ঘটিয়ে কীভাবে শান্ত ছিলেন দারোয়ান রাম কুমার তা নিয়ে উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার জোড়াবাগানের পাঁপড়গলি একটি আবাসন থেকে উদ্ধার হয় ৯ বছরের ওই নাবালিকার অর্ধনগ্ন দেহ। ভাঙাচোরা এক বহুতলের সিড়ির ল্যান্ডিংয়ে ছোট্ট মেয়েটির উপর পৈশাচিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বুধবার বিকেলে ‘খেলতে যাচ্ছি’ বলেই দিদার বাড়ি থেকে বেরিয়েছিল শিশুটি। তারপর আর ফেরেনি সে। এরপর ওই দারোয়ান বিরিয়ানি এবং চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পাশপাশি তাকে প্রচণ্ড মারধর করা হয়েছ বলে দাবি করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ অবধি মারা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা শোভাবাজারে থাকত। তার বাবা ওই এলাকায় বস্তা সরবরাহের কাজ করেন। তৃতীয় শ্রেণির ছাত্রী, তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল সে। ওই দিন সে দিদির হাত ধরে মামাবাড়িতে ঘুরতে যায়। বিকেলবেলা খেলতে বেরিয়ে নিখোঁজ হয় সে। রাতে পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। আর তারপরেই তাঁর সঙ্গে ঘটে এমন নারকীয় ঘটনা।

এই ঘটনায় প্রথমে জোড়াবাগান থানা তদন্ত শুরু করলেও, পরে লালবাজারের গোয়েন্দা শাখা ওই তদন্তের দায়িত্বভার নেয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার সময় বাড়ির দারোয়ানের কথায় অসংগতি চোখে পড়ায় তাকে আটক করে পুলিশ। লাগাতার জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নেয়। ফরেনসিক দলের প্রাথমিক রিপোর্টেও অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ মেলে। এরপরেই গ্রেফতার করা হয় তাকে। ধৃতের স্মার্টফোনে একাধিক ‘চাইল্ড পর্নোগ্রাফি’-র ভিডিও মিলেছে।

আরও পড়ুন-গরুপাচার কাণ্ডের চার্জশিটে এনামুল-সতীশ কুমারের স্ত্রীসহ সাতজনের নাম 

Advt

spot_img

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...