Monday, August 25, 2025

পরিবর্তনযাত্রায় যোগ দিতে কোচবিহারে আসছেন শাহ, সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা বিজেপির

Date:

পরিবর্তনযাত্রার সূচনায় কোচবিহারে ১১ ফেব্রুয়ারি আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই কর্মসূচিকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বিধানসভা নির্বাচনের আগে চাঙ্গা করতে জোর দিয়েছে বিজেপি (Bjp)৷ হেভিওয়েট কেন্দ্রীয় নেতার এই জেলা সফরে যাতের ভোটের পালে হাওয়া তোলে তাই জেলা জুড়ে পরিবর্তন যাত্রা কর্মসূচি সফল করতে নানা ধরনের পরিকল্পনা নিতে শুরু করেছে দল। ছুটে আসছেন দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সোমবার কোচবিহার (Coochbehar) রাসমেলা ময়দানে সভাস্থল ঘুরে দেখেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু (Rathin Basu)।

বিজেপির যুব মোর্চার উদ্যোগে পরিবর্তন যাত্রার প্রচারে সাইকেল মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। তুফানগঞ্জের মারুগঞ্জ থেকে চিলাখানা পর্যন্ত সাইকেল চেপে কর্মসূচির প্রচারে দেখা গিয়েছে তাঁকে৷

রথীন বলেন, হেলিকপ্টারে কোচবিহারে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি কাছেই রাসমেলা মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গে বিজেপির পরিবর্তনযাত্রা শুরু হবে ১১ ফেব্রুয়ারি। কোচবিহার শহরের রাসমেলা মাঠে লক্ষাধিক মানুষের জমায়েত করার লক্ষ্যমাত্রা মাথায় রেখে প্রচারের কাজ চলছে।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা ২২ দিন ধরে রথযাত্রা হবে। মাঝে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন রথযাত্রা হচ্ছে না। ওই দিন রাতে ফালাকাটায় রথ রাখা হবে।

কর্মসূচির প্রস্তুতি নিয়ে সোমবার জেলা পার্টি অফিসে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। কোচবিহার রাসমেলা মাঠ থেকে রথযাত্রা শুরু হয়ে প্রথম দিন পুন্ডিবাড়ি-ঘোকসাডাঙ্গা হয়ে পারাডুবি যাবে। সেখানে রাতে রথ থাকবে। ডাউয়াগুড়িতেও পরিবর্তন যাত্রা কর্মসূচিকে সামনে রেখে সভার পরিকল্পনা হয়েছে। কোচবিহার রাসমেলা মাঠে যেখানে রথ যাত্রার সূচনা হবে সেই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন৷ দলে যোগ দিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখাও করেন। সেই বিধানসভাতেই এবারে পরিবর্তন যাত্রার সূচনা করে নির্বাচনের আগে কি বার্তা দিতে চলেছেন অমিত শাহ সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

আরও পড়ুন-বিজেপির চাপেই কি সেলেবদের এক সুরে টুইট? তদন্তে মহারাষ্ট্র সরকার

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version