ভারতীয় বোর্ডকে ড্রোন ব‍্যবহারে অনুমতি কেন্দ্রীয় সরকারের

এবার ড্রোনের( drone) ব‍্যবহার দেখা যাবে ভারতীয় ক্রিকেটে (india team)। অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। কিছু নির্দেশিকা মেনে ড্রোন ব‍্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বিসিসিআইয়কে( bcci)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ড্রোন ব‍্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

Advt

এই অনুমতি দেওয়ার ফলে, চলতি বছর টিম ইন্ডিয়ার খেলায় ড্রোন ব‍্যবহার করতে পারবে বিসিসিআই। দিন-রাতের ম্যাচেও এই ড্রোন ব্যবহার করা যাবে। নির্দেশিকায় বলা আছে, দিনের আলোয় ছাড়াও যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, তাহলেও এটি ব্যবহার করা যাবে। তবে সর্বোচ্চ ২০০ ফুট উঁচুতে এই ড্রোন নিয়ে যাওয়া যাবে। তার ওপরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টরেট জেনারেল জানিয়েছে, তারা অনুমতি দিলেও, স্থানীয় প্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতীয় বায়ু সেনা এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্রও লাগবে। তবেই ড্রোন ব‍্যবহার করতে পারবে ভারতীয় বোর্ড।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleমার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে প্রথম ফোনালাপ নরেন্দ্র মোদির
Next articleউত্তরাখণ্ডের তুষারধস : মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ