Thursday, November 13, 2025

পথ দেখাল কেরল, ক্যাথলিকদের দেহ সৎকার করতে তৈরি হল খ্রিস্টানদের শ্মশান !

Date:

সময়ের সঙ্গে চিন্তাধারাতেও পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনের সাক্ষী থাকল ত্রিশূর।রাজ্যের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সম্মতি নিয়ে কেরলের ত্রিশূরে তৈরি হল দেশের প্রথম খ্রিষ্টানদের শ্মশান। ফলে এখন
মৃত্যুর পরে প্রিয়জনের দেহ আর কবরস্থ করা হবে না, বরং তাঁর সেই দেহ  সৎকার করা হবে শ্মশানে। সেখানে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে গ্যাসের চুল্লি।
চিন্তাভাবনার সূত্রপাত
করোনার সংক্রমণ থেকে । স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশের মধ্যে বেশি পরিমাণে করোনা সংক্রামিত রাজ্য হল কেরল। গত সপ্তাহেও করোনা আক্রান্তের তালিকায় কেরলের স্থান ছিল দ্বিতীয়। এখানকার বাসিন্দাদের অধিকাংশই খ্রিষ্টান ধর্মাবলম্বী। ফলে সংক্রমণের আঁচ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত ।
প্রচলিত রীতি অনুযায়ী, ক্যাথলিকরা তাঁদে পরিজন মারা গেলে বাড়ির সবচেয়ে কাছে দেহ কবরস্থ করেন। কিন্তু সমস্যা তৈরি হয় জায়গা নিয়ে । কমিউনিটির সদস্যসংখ্যা দিন দিন বাড়তে থাকায় কবরস্থানে জায়গার অভাব হচ্ছিল।
যদিও ক্যাথলিক আইন অনুযায়ী, ১৯৬৩ সালে ভ্যাটিক্যান সৎকার প্রথার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়। তারপর থেকেই তাঁদের মধ্যে সৎকার বৈধ। তবে পুরোটাই নির্ভর করে চার্চের বিশপদের ওপর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৃতদেহ সৎকার অত্যন্ত জরুরী । কবরস্থ মৃতদেহ থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।এরপরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস কেরল জুড়ে ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version