Thursday, August 21, 2025

ওন্দার সভায় নাড্ডার পরিবর্তনযাত্রা’কে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

নাড্ডার ‘পরিবর্তনযাত্রা’কে বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, একদিন যে মুকুল রায়কে (Mukul Roy) কটাক্ষ করেছিলেন নাড্ডা, আজকে তিনিই দলের সহ-সভাপতি আর সভাপতি জেপি নাড্ডা- এটাই হল বিজেপির পরিবর্তন। কুণাল বলেন, মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari), শোভন চট্টোপাধ্যায় (Shovan Chattopadhyay) থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা- যাঁদের বিরুদ্ধে সারদা-নারদ-সিন্ডিকেট বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগের আঙুল তুলেছিল গেরুয়া শিবির, আজকে তাঁদেরকেই দলে নিয়ে পদ অলংকৃত করছে। পরিবর্তনের নামে রাজ্যে যাত্রাপালা করছে বিজেপি- তীব্র আক্রমণ কুণালের।

তৃণমূলের বি টিমকে ভোট দেওয়ার থেকে ভোটটা তৃণমূলকেই দিন- বাঁকুড়ার ওন্দার জনসভায় বলেন কুণাল। তিনি আদি বিজেপি (Bjp) দের উদ্দেশ্যে বলেন, “একদিন যাঁদের দেখে আপনারা বলেছিলেন কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন। বিজেপির কার্যালয় নারদের ভিডিও ফুটেজ দেখিয়েই যাঁদের বলেছিলেন ‘চোর’ আজকের তাঁরাই বিজেপি নেতা। রাজ্য বিজেপি এখন কার্যত তৃণমূলের বি-টিম হয়ে গিয়েছে। যদি তাঁদেরই ভোট হয়, তার থেকে ভালো সরাসরি তৃণমূল (Tmc) কংগ্রেসকে জয়যুক্ত করুন”।

কুণাল ঘোষ বলেন, ওন্দাতে সব সময় বিজেপির কিছু ভোটব্যাঙ্ক আছে। লোকসভা নির্বাচনের সমীকরণে সেটা থাকতে পারে। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় উন্নয়নের স্বার্থে এলাকার মানুষের মা মাটি মানুষের সরকারের হাত শক্ত করা।

সব রকম সুবিধা পেয়ে যারা দল ছেড়ে পিঠ বাঁচাতে অন্য দলের নাম লিখিয়েছেন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, “গদ্দার চিরকাল গদ্দার থাকে”। যারা নিজেদের স্বার্থে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, বিজেপির মনে রাখা উচিত তাঁরা নিজেরা ভালো সাজতে তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-(Chandrima Bhattacharya)সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো শীত উপেক্ষা করে সন্ধের মুখে তৃণমূলের সভা ছিল কানায় কানায় পূর্ণ। দলবদলুদের কথা বক্তারা উল্লেখ করলেই জনতা তরফ থেকে আওয়াজ ওঠে ‘মীরজাফর’।

আরও পড়ুন- ওন্দার জনসভায় দাঁড়িয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে কী বললেন কুণাল?

Advt

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...