নতুন ভূমিকায় মিশেল ওবামা, অভিনয় করবেন ওয়েব সিরিজে

একদা মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবার নতুন ভূমিকায়। অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন তিনি। সৌজন্যে স্বামী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট  বারাক ওবামা। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর (Netflix) একটি শোয়ে দেখা যাবে মিশেলকে। অনুষ্ঠানটি মূলত শিশুদের কথা ভেবেই তৈরি করা হচ্ছে। মিশেল এখানে একটি সুপারমার্কেটের মালকিনের ভূমিকায় অভিনয় করবেন।

জানা গিয়েছে মিশেল একদম প্রথম পর্ব থেকেই এই শোয়ে থাকছেন। এমনিতেই সংসার সামলানোর পাশাপাশি নানাধরনের সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন মিশেল। তাই সময়ের চাপ তো একটু আছেই। কিন্তু তিনি সময় বের করে নতুন ভূমিকায় মন দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।  তাঁকে দেখা যাবে এক সুপারমার্কেটের মালকিনের ভূমিকায়। সিরিজটির নাম ‘ওয়াফেলস প্লাস মোচি।’ আগামী মার্চ থেকেই ‘নেটফ্লিক্স’-এ এই নতুন শো দেখতে পারবেন দর্শক।