Saturday, November 1, 2025

হাথরাস কাণ্ডের ছায়া, গণধর্ষণের পর রাতের অন্ধকারেই পোড়ানো হল দেহ

Date:

উত্তর প্রদেশের হাথরাস কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের শিকার এক কিশোরী। এবার অকুস্থল বিহার। ধর্ষণের পর কিশোরীকে খুন করে রাতের অন্ধকারেই দেহ পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রমাণ লোপাটের জন্য অপরাধীদের সঙ্গে পুলিশি মদত রয়েছে বলেও উঠছে অভিযোগ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি অডিও এবং একটি ভিডিও ক্লিপ এসেছে প্রকাশ্যে। ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, ৪ ধর্ষক সৎকার করছে ১২ বছরের কিশোরীর দেহ। যদিও এই ঘটনাটি ২১ জানুয়ারির।

খবরে প্রকাশ, কিশোরীর বাড়ি নেপালের বারবারদিয়ার বাসিন্দা। বাবার সঙ্গে থাকবে বলে সে এসেছিল বিহারে। বিহারের পূর্ব চম্পারণের বাজারে পাহারাদারের কাজ করেন তিনি। মা থাকেন নেপালে। ঘটনার রাত, ২১ জানুয়ারি ঘরে একা ঘুমাচ্ছিল কিশোরী। তখনই ৪ অভিযুক্ত ঘরে ঢুকে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা প্রকাশ্যে না আনার জন্য কিশোরীর বাবাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। প্রাণ ভয়ে আর মুখ খোলেননি কিশোরীর বাবা।

ঘটনার কথা জানাজানি না হওয়ায় বহাল তবিয়তেই ছিলেন অভিযুক্ত ৪ ব্যক্তি। অডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর চাউর হয় এই নারকীয় ঘটনার খবর। জানা গিয়েছে, কুন্দয়া থানার হাউজ স্টেশন অফিসার সঞ্জীব রঞ্জনের ভয়েজ ক্লিপ প্রকাশ্যে আসার পর ছড়িয়েছিল চাঞ্চল্য। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। ক্লিপটিতে সঞ্জীব রঞ্জনকে বলতে শোনা গিয়েছে, কিশোরীর পরিবার পুলিশের কাছে যাওয়ার আগে দেহ সৎকার করে ফেলুন। ফোনের উল্টো দিকে তখন স্থানীয় নেতা রমেশ শাহ ছিলেন বলে মনে করা হচ্ছে। এরপর ৩ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। পূর্ব চম্পারণের পুলিশ সুপার নবীন চন্দ্র জানিয়েছেন, ইতিমধ্যে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ, খুন সহ পকসো মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

Related articles

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...

সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনই বাধা। একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

সৌদি আরবে পুলিশের 'ভুলে' প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা...
Exit mobile version