Sunday, August 24, 2025

শারীরিক কারণে প্রার্থী হবেন না, চিঠি লিখে দলনেত্রীকে জানালেন বর্ধমানের রবিরঞ্জন

Date:

বর্ধমানে প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে তিনি হারিয়েছিলেন পরিবর্তনের ভোটে৷ একুশের নির্বাচনে আর প্রার্থী হতে নারাজ রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী৷

২০১১ সালে বর্ধমান- দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায় (Rabiranjan Chatterjee) ৷ হেলায় পরাজিত করেছিলেন ডাকসাইটে নিরুপম সেনকে (Nirupam Sen)৷

এবার তিনি আর ভোটে লড়তে চান না৷ সেকথা রবিরঞ্জনবাবু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বুধবার সকালে টুইট করে তাঁর এই না দাঁড়ানোর কথা ঘোষণাও করে দিয়েছেন। মঙ্গলবার ‘মাটি উৎসব’-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখাও যায়নি প্রাক্তন এই ক্যাবিনেট মন্ত্রীকে৷ এদিনের টুইটে রবিরঞ্জন চট্টোপাধ্যায় লিখেছেন,
“আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। দলনেত্রীকে এই বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় বর্ধমানবাসীকে ধন্যবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করি।” টুইটের সঙ্গে দলনেত্রীকে পাঠানো চিঠিও যুক্ত করেছেন তিনি৷ গত ৩০ জানুয়ারি রবিবাবু মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন৷ ২০১১ সালের প্রথম মমতা সরকারে রবিরঞ্জনবাবু কারিগরি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন৷ তবে ২০১৬-র মন্ত্রিসভায় তাঁর স্থান হয়নি। এখন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রয়েছেন।

বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ইদানিং তৃণমূল নেতৃত্বের মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে৷ দলের দু’গোষ্ঠীর কর্মসূচি আর পাল্টা কর্মসূচিতে বিভ্রান্ত কর্মী-সমর্থকরা৷ এই পরিস্থিতিতে রবিবাবু আর ভোটে লড়তে ইচ্ছুক নন৷ তাছাড়া তাঁর বয়সও হয়েছে৷ সব মিলিয়েই রবিরঞ্জন চট্টোপাধ্যায় একুশের নির্বাচনে আর না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷

আরও পড়ুন-আব্বাসের সঙ্গে কং-বাম সমঝোতা প্রায় বিশ বাঁও জলে

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version