Saturday, July 5, 2025

কেন সীতার নেপালে, রাবণের লঙ্কায় জ্বালানির দাম কম? সাংসদের প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী

Date:

সীতার নেপালে, রাবণের লঙ্কায় কেন জ্বালানির দাম কম? কেন রামের দেশে পেট্রল-ডিজেলের দাম কম নয়? রাজ্যসভায় প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির সাংসদ বিশ্বম্ভর প্রসাদ নিষাদ। তাঁর প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বিশ্বম্ভর বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলছে। কিন্তু পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এতে প্রভাব পড়ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্তর্জাতিক বাজারের কথা বলছেন। সীতা মায়ের দেশ নেপালে পেট্রল-ডিজেলের দাম সস্তা। রাবণের দেশ শ্রীলঙ্কাতেও এর দাম তুলনায় কম। তাহলে রামের দেশেও কি পেট্রল-ডিজেলের দাম কমবে?

এর উত্তরে পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাব, ভালো প্রশ্ন। হাতে গোনা কয়েকটি দেশের নাম উল্লেখ করেছেন নিষাদ। এই দেশগুলিতে সবার জন্য জ্বালানি দেওয়া হয় না। ভারতের তুলনা কি এই দেশগুলির সঙ্গে করা হবে, নাকি বিশ্বের বৃহৎ অর্থব্যবস্থাগুলির সঙ্গে। এই দেশগুলির সঙ্গে ভারতের তুলনা করা ঠিক নয়। কারণ, ওই দেশগুলিতে সমাজের কিছু অংশই এই জ্বলানির ব্যবহার করেন। কেরোসিনের দামে ভারত ও এই দেশগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন বাংলাদেশ,নেপালে কেরোসিনের দাম ৫৭ থেকে ৫৮ টাকা। সেখানে ভারতে কেরোসিনের দাম প্রতি লিটারে ৩২ টাকা।

ধর্মেন্দ্র প্রধান আরও জানান, গত ৩০০ দিনে মাত্র ৬০ দিন দাম বৃদ্ধি হয়েছে পেট্রল-ডিজেলের। এর মধ্যে সাতদিন পেট্রল ও ২১ দিন ডিজেলের দাম কমানো হয়েছে। ২৫০ দিন দামে হ্রাস-বৃদ্ধি হয়নি। কেন্দ্র উৎপাদন শুল্ক বাড়িয়েছে, রাজ্যগুলি ভ্যাট বাড়িয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম একটা সূচক, আন্তর্জাতিক উৎপাদন অনুসারে দাম নির্ধারিত হয়।

আরও পড়ুন-বেনজির রায় হাইকোর্টের, রজঃস্বলা হলেই ইচ্ছানুযায়ী বিয়ের অধিকার মুসলিম মেয়েদের!

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version