Thursday, December 18, 2025

লক্ষ্য সুস্থ বাণিজ্য পরিবেশ: শুরু হচ্ছে ৩৩তম ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’

Date:

Share post:

অন্যান্যবারের মতো এবারেও শুরু হতে চলেছে ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’ (Industrial India Trade Fair)। এবার ৩৩ তম বর্ষে পা রাখতে চলেছে ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’। বাণিজ্যিক (Business) ক্ষেত্রে বিভিন্ন সংস্থা বা কোম্পানির মধ্যে সুস্থ সম্পর্ক এবং সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিয়ে থাকেন বেঙ্গল ন্যাশানাল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র কর্তারা (Bengal National Chambers of Commerce and Industry)। এবারের করোনা আবহ-ও এই প্রচেষ্টায় ব্যাঘাত ঘটাতে পারেনি। দেশজুড়ে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলাগুলির মধ্যে বেঙ্গল ন্যাশানাল চেম্বার্স অফ কমার্সের এই আয়োজন অন্যতম বৃহৎ বলে গণ্য করা হয়৷ সেই ১৯৮৭ সাল থেকে উল্লেখযোগ্যভাবে হয়ে আসছে এই মেলা।

আসন্ন বাণিজ্য মেলার উপস্থিতি করোনা আবহে নতুন দিশা দেখাতে পারে স্থানীয় ব্যবসায়িকদের। কারণ, মেলাতে আন্তর্জাতিক কোম্পানিগুলির সঙ্গে এক ছাতার তলায় জায়গা দেওয়া হবে স্থানীয় কোম্পানিগুলোকেও। উৎপন্ন বিভিন্ন সামগ্রী বা প্রোডাক্টকে আন্তর্জাতিক স্তরে প্রদর্শন সুযোগ পাবেন ছোটো ব্যবসায়ীরা। তাদের তৈরি কোনও সামগ্রী বিদেশি বা বৃহৎ কোনও সংস্থার মনে ধরলে খুলতে পারে সম্ভাবনার নতুন দরজা। পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে যাতে দু’পক্ষের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে সে ব্যাপারেও রয়েছে সুযোগ। এর ফলে যেমন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে, তেমনই কিছুটা অনভিজ্ঞ ব্যবসায়িক সংগঠনগুলিও ধারণা পেতে পারে বিশ্ব বাজার নিয়ে৷

ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা বা ধারণা পাওয়ার জন্য বিভিন্ন সেমিনারেরেও আয়োজন করে থাকে বেঙ্গল ন্যাশানাল চেম্বার্স অফ কমার্স। বক্তব্য রাখেন নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্বরা৷ রাজনীতি, প্রযুক্তি সহ একাধিক বিষয়, যা প্রভাব ফেলতে পারে ব্যবসায়, সে ব্যাপারেও রয়েছে ভাবনার আদানপ্রদানের সুযোগ। চলতি বছর ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি বসবে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য মেলা। ময়দান কিংবা মিলন মেলার পরিবর্তে এবার তা আয়োজন করা হবে রাজারহাট প্লট নম্বর ২ এ/১৩, অ্যাকশন এরিয়া- ২ এতে।

Advt

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...