Monday, November 10, 2025

৪০ শতাংশ ভাঙা পড়েছে যুদ্ধজাহাজ বিরাটের, জোড়া লাগানো কার্যত অসম্ভব

Date:

ভারতীয় নৌসেনার সঙ্গে প্রায় ৩০ বছরের সম্পর্ক। কিন্তু বয়সের ভারে ন্যুব্জ আইএনএস বিরাটকে (INS Viraat) নিতে হয়েছে অবসর। ইতিমধ্যে কাটা হয়ে গিয়েছে জাহাজটির ৪০ শতাংশ অংশ। এমন সময় এল সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশ। বহু ইতিহাসের সাক্ষী রণতরীটিকে যাতে অন্য কোনও কাজে ব্যবহার করা যায় সেই প্রচেষ্টা। তার জন্য জোড়া লাগাতে হবে ভেঙে ফেলা অংশ। এখন যা প্রায় অসম্ভব!

২০১৭ সালের অগাস্টে অবসর নিয়েছিল যুদ্ধজাহাজটি। এরপর সেটিকে নিলামে কিনে নেয় ‘শ্রীরাম গ্রুপ’ নামের একটি বেসরকারি সংস্থা। নিলামে কেনার পর শুরু হয়েছিল ভেঙে ফেলার কাজ। গুজরাটের (Gujarat) আলং শিপ ব্রেকিং ইয়ার্ডে চলছিল জাহাজটিকে ‘অতীত’ করে দেওয়ার কাজ। বুধবার এই কাজের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। রণতরী বিরাটকে যাতে মিউজিয়ামে পরিণত করা যায় সে ব্যাপারে দাবি তুলেছিলেন অনেকেই। কিন্তু সেই দাবিতে কান না দিয়ে জাহাজ ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল কোম্পানিটির।

সুপ্রিম কোর্টের রায়ের পর আপাতত বন্ধ হয়েছে এই কাজ। ‘শ্রীরাম গ্রুপ’-এর চেয়ারম্যান মুকেশ প্যাটেল জানিয়েছেন, গত বছর ৩৮.৫৪ কোটি টাকার বিনিময়ে জাহাজটিকে কিনে নিয়েছিল তাঁর সংস্থা। রণতরীটির ৪০ শতাংশ কাঠামো ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তাই ভেঙে ফেলা অংশগুলিকে খুঁজে পুনরায় জোড়া লাগানোর কোনওভাবেই সম্ভব না। বিরাটকে ভেঙে বর্জিতাংশ হিসেবে বিক্রির নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল ‘Envitech Marine Consultants Pvt. Ltd’ নামের একটি সংস্থা। এই কোম্পানিটিও চেয়েছিল জাহাজটিকে কিনে নিতে। যদিও ভেঙে না ফেলে তারা সেটিকে মিউজিয়াম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছিল বলে খবর।

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version