Thursday, August 28, 2025

পরিবর্তিত সূচি মেনে রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah) কিন্তু ঠাকুরনগরে (Thakurnagar) কোনও সভা করছেন না তিনি আর এতে ক্ষোভ বাড়ছে মতুয়াদের মধ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসার কথা ছিল গত মাসের ২৯ তারিখ। কিন্তু দিল্লির (Delhi) বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় শাহের সফর। বার্তা যায় সিএএ (CAA) নিয়ে কথা বলতে চাইছেন না বলেই আসছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, সভার কথা ঘোষণা করে বিজেপি। নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান ঠাকুরনগরের সভায় স্পষ্ট করবেন শাহ। কিন্তু বৃহস্পতিবার, অমিত শাহ এলেও এই সফরে ঠাকুরনগরে কোনও সভা করবেন না তিনি। আর সে খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে মতুয়াদের মধ্যে।

বিজেপি সূত্রে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার বেলা ১০টা ৫৫ নাগাদ অসমের (Assam) বঙ্গাইগাঁও থেকে হেলিকপ্টারে কোচবিহার (Coochbehar) বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে যাবেন মদনমোহন মন্দিরে।

বেলা ১১টা ১০ থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত মদনমোহন মন্দিরে থাকছে শাহের কর্মসূচি।

সেখানে পুজোর কাজ শেষ করে তিনি যাবেন কোচবিহার শহরের রাসমেলা মাঠে। সেখান থেকে তিনি বিজেপির একটি রথযাত্রার সূচনা করবেন।

বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিশেষ বিমানে আসবেন কলকাতা।

সেখানে পৌঁছে কপ্টারে তিনি যাবেন ঠাকুরনগরে। দুপুর সাড়ে ৩টে নাগাদ সেখানে তিনি একটি র‍্যালিতে যোগ দেবেন।

সন্ধে ৬টা নাগাদ তিনি সায়ান্স সিটিতে দলের একটি কর্মিসভায় যোগ দেবেন।

রাত সাড়ে ১০টা নাগাদ বিমানে ফিরে যাবেন দিল্লিতে (Delhi)।

 

এর মধ্যেই ঠাকুরনগরের মতুয়াদের কোনও সভার উল্লেখ নেই। শুধু তাই নয়, এবার শাহের এই কর্মসূচিতে নেই মধ্যাহ্নভোজনের কোনও কর্মসূচিরও। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, ঠাকুরনগরে গিয়ে সভা করে নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রের অবস্থান পরিষ্কার করবেন। একই দাবি ছিল মতুয়াদেরও। কিন্তু ঠাকুরনগরে এলেও কোনও সভা করছেন না শাহ। আর তা নিয়েই ক্ষোভ ছড়িয়েছে মতুয়ামহলে।

 

তৃণমূলের তরফে অভিযোগ, নাগরিকত্ব বিল নিয়ে মতুয়াদের ভুল বোঝাচ্ছে বিজেপি। সিএএ নিয়ে বিজেপির এখন কিছু করার বা বলার নেই। তাই সভার করছেন না শাহ। এদিকে মতুয়াদের দেওয়া সিএএ আশ্বাস পূরণে একের পর এক তারিখে ক্ষোভ বাড়ছে ঠাকুরনগরে। মতুয়াদের মতে, ‘‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ”। কবে এই প্রশ্নের উত্তর মিলবে জানা নেই।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version