Thursday, May 15, 2025

এক মঞ্চে রাহুল-কানহাইয়া! চোখ ফেব্রুয়ারির ব্রিগেডে

Date:

Share post:

জাতীয় রাজনৈতিক মঞ্চে ফের তৈরি হতে পারে নয়া সমীকরণ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কেন্দ্রের বিরুদ্ধ প্রবল বিরোধিতা গড়ে তুলতে হাত মেলাতে পারেন তরুণ বাম নেতা কানহাইয়া কুমার (Kanhaia Kumar) এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। জাতীয় রাজনীতির এই দুই সারথি একযোগে কাজ করলে তা যে আলোড়ন তৈরি করবে তা বলাই বাহুল্য। যদিও বাংলায় চূড়ান্ত বাম (Left) – কংগ্রেস (Congress) জোট। এখন কেবল ১০০টি আসনে জটিলতা কাটার অপেক্ষা।

আসন্ন নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে বাম শিবির। ২৮ ফেব্রুয়ারি ফের ব্রিগেডের (Brigade) রঙ হতে পারে লাল। এখন প্রশ্ন হচ্ছে এই সমাবেশে কে হতে পারেন বামেদের মুখ্য বক্তা? সীতারাম ইয়েচুরির (Sitaram Yachuri) নাম উঠে এলেও তাঁকে কোনওভাবে চমক বলা যেতে পারে না। সেক্ষেত্রে কানহাইয়া কুমার হতে পারেন ব্রিগেড সমাবেশের অন্যতম মুখ। ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখতে হাইকম্যান্ডের সঙ্গে আগেই যোগাযোগ করেছে প্রদেশ কংগ্রেস। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) কিংবা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ব্রিগেডে আনার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে হাত শিবির।

বামেদের একাংশ চাইছেন কাইহাইয়া কুমারকে মঞ্চে পেতে। কিন্তু এখানে ভিন্ন মত পোষণ করছেন কেউ কেউ৷ বেগুসরাইয়ের এই নেতা মঞ্চে উঠলে সভার বেশিরভাগ ফোকাস তাঁর দিকে চলে যেতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই। সেই সঙ্গে রাজ্য সরকারকে বিরুদ্ধে তিনি কতোটা তীব্র হতে পারবেন সে ব্যাপারেও থেকে যাচ্ছে প্রশ্ন।

অতীতে ২০১৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) সঙ্গে ছিলেন রাহুল গান্ধী। এবার সেই সম্ভাবনা অবশ্য নেই৷ তাই আগামী দিনে পাল্লা ভারি কানহাইয়া কুমারের দিকে। নাহলে সীতারাম ইয়েচুরির সঙ্গে রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী।

Advt

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...