Thursday, August 21, 2025

নিউজ পোর্টালের অফিসে ED তল্লাশি, প্রতিবাদ এডিটর্স গিল্ডের

Date:

অভিযোগ, বেআইনি লেনদেনের৷ মুম্বইয়ের নিউজপোর্টাল ‘নিউজক্লিক’-এর দফতরে চললো ED-র তল্লাশি৷

এই ঘটনার পরই ফের কেন্দ্রের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত মাসে দিল্লি পুলিশের ইকনমিক অফেন্সেস উইং-এর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত ও তল্লাশি শুরু হয়েছে৷ গত মঙ্গলবার রাত থেকে টানা দিল্লি এবং গাজিয়াবাদে নিউজ পোর্টাল ‘নিউজক্লিকের’ অফিস এবং সম্পাদকদের বাড়িতে তল্লাশি চালায় ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থা ED-র বক্তব্য, একটি বেআইনি লেনদেনের অভিযোগেই এই তল্লাশি হয়েছে৷ ED-র একাধিক দল এই তল্লাশি চালায়। দক্ষিণ দিল্লির সাইদুলাজাবে পোর্টালের অফিস, এডিটর-ইন-চিফ প্রবীর পুরকায়স্থ এবং এডিটর প্রাঞ্জল পাণ্ডে-সহ পোর্টালের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের বাড়িতেও তল্লাশি চলে। ED-র এক কর্তা বলেছেন, “পোর্টালের অফিস এবং যে সংস্থা পোর্টালটি চালাচ্ছে, তার কয়েকজন ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চলছে। এই সংস্থাটি বিদেশ থেকে টাকা পেয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় সেগুলি নিয়ে তদন্ত চলছে।”

আরও পড়ুন:আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন তিনি?

‘নিউজক্লিক’-এর (Newsclick) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সত্যের জয় হবে। আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” নিউজক্লিক-এর এডিটর প্রাঞ্জল পাণ্ডে বলেছেন, “ED-র তল্লাশি চলছে। আমাদের একটি নোটিস দেখানো হয়েছে। এখন আমাদের নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তে আমরা সহযোগিতা করব।”
ওদিকে, এ ধরনের তল্লাশির প্রবল বিরোধিতা করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া-সহ সংবাদমাধ্যমের একাধিক সংগঠন৷ এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, “এ ধরনের তল্লাশিতে গিল্ড উদ্বিগ্ন”। গিল্ড বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে আঘাত হানতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত, এই ওয়েবসাইটটি কৃষক আন্দোলন এবং CAA-এর জোরালো প্রতিবাদ করেছে৷ টানা খবরও করে চলেছে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version