Thursday, November 13, 2025

আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন তিনি?

Date:

রাজ্য সরকারের ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ যা এখন শুধু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পান, তা স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও দেওয়ার কথা ভাবা হচ্ছে- আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)।

বৃহস্পতিবার, আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস। সেই উপলক্ষে টুইটে বিজ্ঞান দুনিয়ার সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিশ্ব এই বিজ্ঞানীদের জন্য গর্বিত’। সেই সঙ্গে বিজ্ঞান ও গবেষণার দুনিয়ায় বাংলা ও বাঙালি বিজ্ঞানীদের অবদানের কথাও স্মরণ করেন মমতা। তিনি লেখেন, “বিজ্ঞানের দুনিয়ায় অনেক উল্লেখযোগে ব্যক্তিত্বকে উপহার দিয়েছে বাংলা”।

রাজ্য সরকার (State Government)পড়ুয়াদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে উৎসাহ দেন বলে জানান মুখ্যমন্ত্রী। গত ৪ বছর ধরেই বিজ্ঞানের ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ ‘বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। টুইটে তিনি লেখেন “এই বৃত্তির নাম আমিই দিয়েছিলাম। প্রতিবছর এই বৃত্তি পান বিজ্ঞান (Science) শাখার মেধাবী ছাত্রীরা”। যাঁরা এই বৃত্তি পান, তাঁদের মাসে ২০০০ টাকা করে বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর ২৫০০ টাকা করে ৫ বছর অর্থসাহায্য করে রাজ্য সরকার।

আরও পড়ুন:বিজেপির আদি-নব লড়াইয়ে নিজের কেন্দ্রেই ব্রাত্য মিহির, ম্যানেজ করলেন অমিত শাহ

এই বৃত্তিই এ বার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রীদেরও দেওয়ার কথা ভাবা হচ্ছে। মমতা লেখেন, মেধাবী ছাত্রীর (Student) লেখাপড়ায় যাতে আর্থিক সমস্যা বাধা না হয়, সেই কারণে এ বার স্কুলেও ওই বিজ্ঞান বৃত্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version