Wednesday, December 3, 2025

‘কথা হয়েছিল আগেই, অনেকটা সময় নিলেন’, দীনেশ প্রসঙ্গে কৈলাস

Date:

Share post:

কার্যত শুরু থেকে তৃণমূলকে সঙ্গ দিয়ে এসেছিলেন তিনি। ‌ দীর্ঘদিনের সে সম্পর্ক এক লহমায় ছিন্ন করে বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল ত্যাগ করেছেন দীনেশ ত্রিবেদী। এদিন রাজ্যসভায় বিতর্ক চলাকালীন হঠাৎই নিজে ঘোষণা করেন তৃণমূলের অভিজ্ঞ এই সংসদ। আর দলত্যাগ স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। এদিকে ত্রিবেদীর ইস্তফায় উৎসাহী রাজ্য গেরুয়া শিবির। জল্পনা চলছে এবার হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। দীনেশ ত্রিবেদী ইস্তফার পর ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা ও দলে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন একাধিক বিজেপি নেতৃত্ব। এরই মাঝে ত্রিবেদীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

শুক্রবার শহরে বিজেপির এক যোগদান কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, ‘বাংলা রাজনীতিতে যে ব্যক্তি সততার সঙ্গে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে চান তৃণমূলে তার কোনো সম্মান নেই। যার আত্মসম্মানবোধ রয়েছে তৃণমূলে তিনি থাকতে পারবেন না। আমার মনে হয় দীনেশজি অনেকটা দেরি করে ফেললেন।’ এর পর অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বছরখানেক আগে বিমানবন্দরে দীনেশজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তখনই উনি আমায় বলেছিলেন পরিস্থিতি অত্যন্ত খারাপ। একেবারেই কাজ করতে পারছি না আমি। যাইহোক টিএমসি ছাড়তে ছাড়তে ওনার একটা বছর লেগে গেল।’

আরও পড়ুন:বেআইনিভাবে চেয়ারম্যান দীনেশকে সময় দিয়েছেন, অভিযোগ সুখেন্দুশেখরের

পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় আরো বলেন, ‘বাস্তবে যে বাংলার উন্নয়ন চায় সে মোদিজীর প্রতি বিশ্বাস রেখে চলছে। যারা বাংলার উন্নয়ন চায় তারা বিজেপি তে এসে কাজ করতে চাইছে। বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে।’ দীনেশ ত্রিবেদী বিজেপি যোগ প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, ‘উনি সবে ইস্তফা দিয়েছেন, এখনো আমাদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি। যদি উনি বিজেপিতে আসতে চান তবে অবশ্যই ওনাকে দলে স্বাগত জানানো হবে।’ কৈলাস বিজয়বর্গীয় সুরে সুর মিলিয়ে দীনেশ ত্রিবেদী বিজেপি যোগ প্রসঙ্গে একই বক্তব্য পেশ করতে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও।

Advt

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...