আর মাত্র কয়েকদিন। তারপরেই বিধানসভা ভোট বাংলায়। যদিও এখনও পর্যন্ত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের ভোটকে পাখির চোখ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে তামিলনাড়ুর পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল কমিশনের একটি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন মুখ্যনির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যগুলিতে স্পেশ্যাল এক্সপেন্ডিচার অবজার্ভার মোতায়েনের কথা ভাবছে কমিশন।

বাংলায়ও কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে তা আগেই জানান হয়েছিল কমিশনের তরফে। ফের একবার কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রাখার বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ২০২১-এর ভোটে কেন্দ্রীয় বাহিনীকে বেশ বড় ভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসমসহ কেন্দ্রশাসিত পন্ডিচেরিতেও।

অন্যদিকে সুনীল অরোরা জানান, করোনা আবহে ভিড় এড়াতে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হবে। জানা গিয়েছে, ১ ঘন্টা বাড়ানো হতে পারে ভোটগ্রহণের সময়সীমা। এছাড়াও জানা গিয়েছে, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরিতে ১ দফায় ভোট হতে পারে। পশ্চিমবঙ্গে ভোট হতে পারে ৬-৭ দফায়। অসমে ২-৩ দফায় ভোট হতে পারে।

আরও পড়ুন-কোভ্যাক্সিন সরবরাহ বন্ধ করতে কেন্দ্রকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর, উত্তর দিল স্বাস্থ্যমন্ত্রক