Monday, August 25, 2025

শুধু বাংলা কেন দেশজুড়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তা গগনচুম্বী। এবার সোস্যাল মিডিয়াতেও (social media) ‘দিদি’ জনপ্রিয়তার শিখরে। কিন্তু এখানেই থামতে চান না তিনি। আরও আরও মানুষের কাছে নিজেকে পৌঁছে দিতে চান।  তাই ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় (facebook and social media) জনসংযোগ বাড়ানোর পাশাপাশি এবার অ্যাপের দুনিয়াতেও ঝড় তুলেছে ঘাসফুল শিবির। রেকর্ড গড়েছে ‘দিদির দূত’ (Didir Doot app) অ্যাপ। ফেব্রুয়ারির ৪ তারিখে আত্মপ্রকাশ করেছিল এই অ্যাপ।  কিন্তু এরই মধ্যে  তা পৌঁছে গিয়েছে বহু মানুষের মোবাইলে মোবাইলে। ইতিমধ্যে এই অ্যাপ ডাউনলোড করেছেন অনেকে। মাত্র আটদিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন এক লক্ষেরও বেশি ব্যবহারকারী। এই অ্যাপটি যে নিজগুণেই জনপ্রিয়তার শিখরে তা বলাই বাহুল্য।

প্লে স্টোরের অন্যান্য অ্যাপগুলোর তুলনায় একেবারেই অনন্য ‘দিদির দূত’। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহজে যুক্ত হতে পারছেন সাধারণ মানুষ। রাজ্যের প্রতি তাঁর লক্ষ্য এবং উদ্দেশ্য কী, সে সম্পর্কে মানুষকে অবগত করা অন্যতম উদ্দেশ্য এই অ্যাপ্লিকেশনের। গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

‘দিদির দূত’-এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই যুক্ত হতে পারবেন মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিও কনফারেন্সে। এছাড়াও তাঁর বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ এবং অগ্রগতির ব্যাপারেও সর্বদা থাকা যাবে আপডেট। টাটকা খবর এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তথ্যের কথাও জানতে পারা যাবে ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিক্স- এর মাধ্যমে। ‘নলেজ সেকশন’ বিভাগে গিয়ে ব্যবহারকারীরা জানতে পারবেন রাজ্য সম্পর্কিত মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ব্যাপারেও। অ্যাপটির মাধ্যমে নিজেদের কোনও অভিযোগ বা সমস্যার কথাও সরাসরি জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে।

আরও পড়ুন: নাম নিতে ভয়! ইয়ে ডর হামে আচ্ছা লাগা: অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version