Sunday, January 11, 2026

রোজভ্যালি কেলেঙ্কারিতে ইস্টবেঙ্গলকে নোটিশ সিবিআই’র

Date:

Share post:

নির্বাচনের আবহে রাজ্যে জোর কদমে চলছে রোজভ্যালি (Rose Valley) কেলেঙ্কারির তদন্ত। গতকালই এই সংস্থার বিরুদ্ধে চলা একাধিক মামলার একটিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক আধিকারিক। আজ, শনিবার এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে চলা মামলায় নাম জড়াল ইস্টবেঙ্গল (East Bengal) কর্তা তথা হিসেবরক্ষক দেবদাস সমাজদারের। কলকাতার (Kolkata) এই শতাব্দী প্রাচীন ক্লাবের নামে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর নোটিশ।

জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর প্রথববার লাল-হলুদ ক্লাবে আসে সিবিআই-এর একটি নোটিশ। সেখানে জানতে চাওয়া হয়েছিল ক্লাবের সঙ্গে উক্ত সংস্থার যোগসূত্র সম্পর্কে। যদিও সেই চিঠির প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ক্লাবের পক্ষ থেকে। তদন্তকারী সংস্থার চিঠির উত্তর না দেওয়ায় এবার চাপে পড়ল ইস্টবেঙ্গল।

জানুয়ারির ৫ তারিখে দেওয়া দ্বিতীয় চিঠিতে সতর্ক করে দেওয়ার সুরে বলা হয়েছিল, আগামী ৭ জানুয়ারির মধ্যে উত্তর না দেওয়া হলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে৷ ৫ তারিখের এই চিঠিতে ক্লাবের প্রতিক্রিয়া জানতে চাওয়ার পাশাপাশি হিসাবনিকাশ সংক্রান্ত কাগজপত্রের ব্যাপারেও জানতে চাওয়া হয়েছিল। জানা যাচ্ছে, রোজভ্যালি এবং ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে যোগসূত্র স্থাপনকারী ব্যক্তির খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। গুঞ্জন, এই ‘লিঙ্কম্যান’এর ভূমিকায় জড়িত থাকতে পারেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারের নাম।

উল্লেখ্য, গতকাল শোনানো হয়েছিল রোজভ্যালি কাণ্ডের প্রথম সাজা। সংস্থার এক আধিকারিক অরুণ মুখোপাধ্যায়কে সাত বছরের জন্য কারাবাসের আদেশ দিয়েছিল নগর দায়রা আদালত। ৭ বছরের কারাবাসের পাশাপাশি আড়াই লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জরিমানা না দেওয়া হলে ভোগ করতে হবে অতিরিক্ত ৬ মাসের কারাবাস।

আরও পড়ুন: এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব : চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য অভিষেকের

  • Advt

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...