Wednesday, November 5, 2025

‘গণ্ডগোল করলে বাড়ির লোকসংখ্যা কমিয়ে দেব’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

Date:

Share post:

একুশের নির্বাচনে ফুটতে থাকা বঙ্গের রাজনীতিতে কুকথার ঢেউ উঠেছে ইতিমধ্যেই। আর সেই তালিকায় একেবারে সামনের সারিতেই রয়েছেন বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সম্প্রতি গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রা উপলক্ষে কেশপুরের মাটিতে দাঁড়িয়ে ফের একবার কুকথার ঘোড়া ছোটালেন বিজেপি সভাপতি। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দিলেন, এবারের নির্বাচনে গন্ডগোল করলে বাড়ির লোকসংখ্যা কমিয়ে দেব। তাঁর এহেন হুঁশিয়ারি ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

গত ৯ ফেব্রুয়ারি তারাপীঠে রথ যাত্রার সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার সেই রথ এসে উপস্থিত হয় কেশপুরে। এদিন কেশপুরের(Keshpur) পাছখুরি বাজার এলাকায় এক পথ সভারও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অন্তরা ভট্টাচার্যের মত নেতৃত্বরা। সেখানেই বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ বলেন, ‘এই নির্বাচনে আপনারা সকাল সকাল ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে চলে আসবেন। কেউ যদি বাঁকা চোখে তাকায় তার নামটা আমাদের বলবেন।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘এবার বন্দুকও থাকবে লাঠিও থাকবে যার যা ট্রিটমেন্ট সেটা হবে। কেউ হসপিটালে যাবে কেউ অন্য কোথাও যাবে। কে কোথায় যাবে ঠিক করে নিয়ে বাড়ি থেকে বেরোবে। না হলে পরের বার বাড়িরর ভোটার সংখ্যা কমে যাবে। গুন্ডাদের মা বাপকে বলে দিন বাড়ির ছেলের মুখ যদি পরের বার দেখতে চাও তাকে শান্ত হতে বলো। না হলে ছেলের মুখ দেখার সুযোগ হবে না।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘এবার নির্বাচনে বদল হবে বদলাও হবে।’

আরও পড়ুন:‘খেলা হবে তো, ধোলাই হবে’ তৃণমূলকে তীব্র আক্রমণ রাহুল সিনহার

পাশাপাশি তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন, ‘দিদিমণি অনেক কর্মসূচি করেছে, ভাড়া করা লোকেরা লিখে দিচ্ছে পাড়ায়পাড়ায় সমাধান, দুয়ারে দুয়ারে সমাধান। এখন দুয়ারে থেকে যমের দুয়ারে চলে গেছে সরকার। খুঁজে পাওয়া যাচ্ছে না। ‘বাংলার গর্ব মমতা’, আর খুঁজে পাওয়া যায় না। কাল থেকে নতুন নাটক শুরু হয়েছে দূত এসেছে দিদির দূত। দিদির নয় ওটা যমের দূত। দূত গুলোকে দেখে রাখুন এলাকায় ঢুকতে দেবেন না। যখন আপনাদের পাড়ায় যাবে তখন আপনারা ঝাঁটা নিয়ে বিতাড়িত করে পশ্চিমবাংলা থেকে তৃণমূল নামক লিমিটেড কোম্পানিকে উৎখাত করেবেন।’

Advt

spot_img

Related articles

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...