চতুর্থ রাউন্ডে নাদাল, চোট নিয়ে চিন্তায় জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে( Australian open) চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল( rafael nadal) । এদিন তিনি হারালেন ফ্যাবিয়ো ফগনিনিকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-২, ৭-৫। কোমরে ব‍‍্যথা নিয়েও দুরন্ত খেলেন রাফা।

এদিকে মেলবোর্নে নতুন করে পাঁচ দিনের লকডাউনের ঘোষণা হওয়ায়, উদ্বেগ তৈরি হয়েছিল টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত দর্শকশূন্য মেলবোর্ন পার্কে খেলা চালু হয়। কোভিড আতঙ্কে ফাঁকা গ্যালারি হয়ে যাওয়া নিয়ে নাদালে বলেন, “সত্যিই অদ্ভুত লাগে। আশা করব দ্রুতই দর্শকেরা গ‍্যালারিতে বসে খেলা দেখবেন। আবার সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরবে।”

এদিকে শনিবার অনুশীলনে নামলেন না নোভাক জোকোভিচ ( novak djokovic)। শুক্রবার চোট নিয়েই ম‍্যাচ খেলেন তিনি। চোটের স্ক‍্যান করানো হয়। তবে এখনও রিপোর্ট না আসায় চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস