Saturday, November 22, 2025

কৃষি আইনের বিরুদ্ধে এবার সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম

Date:

Share post:

নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামী(Subramanian Swamy)। তাঁর আক্রমণের হাত থেকে রেহাই পায় না নিজের দল বিজেপিও(BJP)। একাধিকবার নিজের সরকারের কড়া নিন্দায় সরব হতে দেখা গিয়েছে এই বর্ষীয়ান বিজেপি সংসদ। সেই ধারা অব্যাহত রেখে এবার সাম্প্রতিক কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে নিজের সরকারের বিরুদ্ধে সরব হলেন সুব্রহ্মণিয়াম স্বামী।

সম্প্রতি কৃষি আইনের বিরুদ্ধে সরকারের ওপর চাপ বাড়িয়ে আরএসএসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যাদের জন্য এই আইন সেই কৃষকরাই যদি বিরুদ্ধে থাকেন তবে আইন তৈরির প্রয়োজনীয়তা কি ছিল? স্বাভাবিকভাবেই আরএসএসের এহেন বক্তব্যে চাপে পড়েছে বিজেপি সরকার। এরই মাঝে কেন্দ্রীয় সরকারের কড়া নিন্দা করে শনিবার এক টুইট করেন সুব্রহ্মণিয়াম স্বামী। যেখানে তিনি লেখেন, ‘কৃষক আন্দোলন শীঘ্রই একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হতে পারে। মানবাধিকার গোষ্ঠীগুলি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও রাষ্ট্র সংঘের কাছে যাওয়ার কথা ভাবছে৷ যেখানে ভারতও সদস্য৷ যেখানে এই বিষয়টি উঠতে পারে। লেবার স্ট্যান্ডার্ডের চেয়ারম্যান হিসেবে আমি ১৯৯৯ সালে সরকারের জন্য তিন খণ্ডের একটি প্রতিবেদন তৈরি করেছি।’

আরও পড়ুন:‘বাঁচতে চাই’, সাহায্য চেয়ে কাতর আর্তি মারণ রোগে আক্রান্ত হতদরিদ্র আব্দুলের

নয়াকৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। লক্ষ লক্ষ কৃষক ভিড় জমিয়েছেন দিল্লি সীমান্তে। কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল। ঘরের অন্দরেও অসন্তোষ ছড়াচ্ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে কৃষি আইনকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাপে ভারত সরকার।

Advt

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...