Wednesday, August 27, 2025

কৃষি আইনের বিরুদ্ধে এবার সরব বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম

Date:

নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামী(Subramanian Swamy)। তাঁর আক্রমণের হাত থেকে রেহাই পায় না নিজের দল বিজেপিও(BJP)। একাধিকবার নিজের সরকারের কড়া নিন্দায় সরব হতে দেখা গিয়েছে এই বর্ষীয়ান বিজেপি সংসদ। সেই ধারা অব্যাহত রেখে এবার সাম্প্রতিক কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে নিজের সরকারের বিরুদ্ধে সরব হলেন সুব্রহ্মণিয়াম স্বামী।

সম্প্রতি কৃষি আইনের বিরুদ্ধে সরকারের ওপর চাপ বাড়িয়ে আরএসএসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যাদের জন্য এই আইন সেই কৃষকরাই যদি বিরুদ্ধে থাকেন তবে আইন তৈরির প্রয়োজনীয়তা কি ছিল? স্বাভাবিকভাবেই আরএসএসের এহেন বক্তব্যে চাপে পড়েছে বিজেপি সরকার। এরই মাঝে কেন্দ্রীয় সরকারের কড়া নিন্দা করে শনিবার এক টুইট করেন সুব্রহ্মণিয়াম স্বামী। যেখানে তিনি লেখেন, ‘কৃষক আন্দোলন শীঘ্রই একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হতে পারে। মানবাধিকার গোষ্ঠীগুলি আন্তর্জাতিক শ্রম সংস্থা ও রাষ্ট্র সংঘের কাছে যাওয়ার কথা ভাবছে৷ যেখানে ভারতও সদস্য৷ যেখানে এই বিষয়টি উঠতে পারে। লেবার স্ট্যান্ডার্ডের চেয়ারম্যান হিসেবে আমি ১৯৯৯ সালে সরকারের জন্য তিন খণ্ডের একটি প্রতিবেদন তৈরি করেছি।’

আরও পড়ুন:‘বাঁচতে চাই’, সাহায্য চেয়ে কাতর আর্তি মারণ রোগে আক্রান্ত হতদরিদ্র আব্দুলের

নয়াকৃষি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। লক্ষ লক্ষ কৃষক ভিড় জমিয়েছেন দিল্লি সীমান্তে। কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল। ঘরের অন্দরেও অসন্তোষ ছড়াচ্ছে ক্রমশ। এহেন পরিস্থিতিতে কৃষি আইনকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাপে ভারত সরকার।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version