Saturday, November 8, 2025

তিলজলা অপহরণ কাণ্ড: বোনের বিয়ের জন্য জমানো টাকা তুলে দিতে হয়েছিল ‘মুক্তিপণ’ হিসেবে

Date:

বোনের বিয়ের জন্য তিন লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন মহম্মদ নাদিম। কিন্তু দুষ্কৃতীদের দৌলতে সেই টাকা দিতে হলো মুক্তিপণ হিসেবে। ভোরের কলকাতায় (kolkata) এরকমই হাড় হিম করা অভিজ্ঞতা ২৯ বছর বয়সী যুবকের। আরও বিস্ময়কর, অভিযুক্ত ৪ দুষ্কৃতীদের মধ্যে তিনজনই তাঁর পরিচিত। ট্যাক্সিতে তুলে অপহরণ করার পর বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয় তাঁকে। দাবি করা হয় মুক্তিপণ, অন্যথায় প্রাণনাশ। একেবারে নিরুপায় হয়ে বোনের বিয়ের জন্য জমানো টাকা দুষ্কৃতীদের হাতে তুলে দেয় সে।

তিলজলা লেনের (Tiljala) বাসিন্দা ২৯ বছরের মহম্মদ নাদিম পেশায় একজন ওয়েব ডিজাইনার। শুক্রবার ভোরে সল্টলেক (Saltlake) থেকে বাইকে করে ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল আরও এক বন্ধু৷ অন্য বাইকে করে আসছিলেন তিনি। নাদিম জানিয়েছেন, পর পর ৩ বার তাঁর বাইককে চেপে দিচ্ছিল একটি হলুদ ট্যাক্সি। এরপর সায়েন্স সিটির (Science City) কাছে বোটিং ক্লাব এলাকায় তাঁকে ছুরি দেখিয়ে জোর করে তোলা হয় ট্যাক্সিটিতে। চালক সহ মোট ৪ জন ছিল গাড়িতে। যার মধ্যে ৩ জনই নাদিমের পরিচিত!

নাদিমের অভিযোগ, গাড়ির মধ্যে তাঁর উপর চালানো হয়েছে অত্যাচার। বন্দুকের ভয় দেখিয়ে গাড়িতেই তাঁর কাছে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই টাকায় খিদে মেটেনি তাদের। বরং দাবি করে বসে আরও আরও টাকা। বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিতে বলা হয় নাদিমকে। না হলেই প্রাণনাশের আশংকা। এই অবস্থায় বাড়িতে থাকা ৩ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছিলেন নাদিম। বোনের বিয়ের জন্য এই টাকাটা জমিয়ে রেখেছিলেন তিনি।

পুলিশকে যাতে কিছু না জানানো হয় সে ব্যাপারেও নাদিমকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও এরপর প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ নাদিম।  সোহেল আলি ওরফে আমন ও শেখ আনসার আলি ওরফে নিয়াজ নামে ২ যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন: ভোটের ময়দানে স্লোগান নিয়ে কাড়াকাড়ি: ‘খেলা হবে’

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version