Thursday, December 18, 2025

তিলজলা অপহরণ কাণ্ড: বোনের বিয়ের জন্য জমানো টাকা তুলে দিতে হয়েছিল ‘মুক্তিপণ’ হিসেবে

Date:

Share post:

বোনের বিয়ের জন্য তিন লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন মহম্মদ নাদিম। কিন্তু দুষ্কৃতীদের দৌলতে সেই টাকা দিতে হলো মুক্তিপণ হিসেবে। ভোরের কলকাতায় (kolkata) এরকমই হাড় হিম করা অভিজ্ঞতা ২৯ বছর বয়সী যুবকের। আরও বিস্ময়কর, অভিযুক্ত ৪ দুষ্কৃতীদের মধ্যে তিনজনই তাঁর পরিচিত। ট্যাক্সিতে তুলে অপহরণ করার পর বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয় তাঁকে। দাবি করা হয় মুক্তিপণ, অন্যথায় প্রাণনাশ। একেবারে নিরুপায় হয়ে বোনের বিয়ের জন্য জমানো টাকা দুষ্কৃতীদের হাতে তুলে দেয় সে।

তিলজলা লেনের (Tiljala) বাসিন্দা ২৯ বছরের মহম্মদ নাদিম পেশায় একজন ওয়েব ডিজাইনার। শুক্রবার ভোরে সল্টলেক (Saltlake) থেকে বাইকে করে ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল আরও এক বন্ধু৷ অন্য বাইকে করে আসছিলেন তিনি। নাদিম জানিয়েছেন, পর পর ৩ বার তাঁর বাইককে চেপে দিচ্ছিল একটি হলুদ ট্যাক্সি। এরপর সায়েন্স সিটির (Science City) কাছে বোটিং ক্লাব এলাকায় তাঁকে ছুরি দেখিয়ে জোর করে তোলা হয় ট্যাক্সিটিতে। চালক সহ মোট ৪ জন ছিল গাড়িতে। যার মধ্যে ৩ জনই নাদিমের পরিচিত!

নাদিমের অভিযোগ, গাড়ির মধ্যে তাঁর উপর চালানো হয়েছে অত্যাচার। বন্দুকের ভয় দেখিয়ে গাড়িতেই তাঁর কাছে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই টাকায় খিদে মেটেনি তাদের। বরং দাবি করে বসে আরও আরও টাকা। বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিতে বলা হয় নাদিমকে। না হলেই প্রাণনাশের আশংকা। এই অবস্থায় বাড়িতে থাকা ৩ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছিলেন নাদিম। বোনের বিয়ের জন্য এই টাকাটা জমিয়ে রেখেছিলেন তিনি।

পুলিশকে যাতে কিছু না জানানো হয় সে ব্যাপারেও নাদিমকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও এরপর প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ নাদিম।  সোহেল আলি ওরফে আমন ও শেখ আনসার আলি ওরফে নিয়াজ নামে ২ যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন: ভোটের ময়দানে স্লোগান নিয়ে কাড়াকাড়ি: ‘খেলা হবে’

Advt

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...