Wednesday, August 27, 2025

একাধিক ধারায় মামলা দায়ের, গ্রেফতার করা হতে পারে যুবরাজকে!

Date:

জাত নিয়ে মন্তব্য করে বিপাকে যুবরাজ সিং (Yuvraj Singh)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতিবিদ্বেষী মন্তব্য করেছেন। এই মর্মে প্রাক্তন বিশ্বকাপারের বিরুদ্ধে একাধিক দায়ের হয়েছে মামলা। হরিয়ানার (Haryana) হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছেন বলে খবর। গ্রেফতারির আশংকা করছেন যুবি-ভক্ত সহ ক্রিকেটপ্রেমীদের একটা অংশ।

ঘটনাটি গত বছরের। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি অনলাইন লাইভ চ্যাট সেশনে যোগ দিয়েছিলেন যুবরাজ। সেখানেই একটি বিতর্কিত মন্তব্য করে বসেন প্রাক্তন অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালের অদ্ভূত সব কাণ্ড নিয়ে করেছিলেন কিছু মন্তব্য। সেই মন্তব্যের প্রেক্ষিতে এখন দায়ের হয়েছে মামলা। অভিযোগ, দলিতদের অসম্মান করেছেন যুবি। তিনি নিজেও বুঝতে পেরেছিলেন যে তাঁর মন্তব্যে রয়ে গিয়েছিল অসঙ্গতি। বিতর্কও শুরু হয়েছিল সেই সময়ে। এরপরেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি বলেছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের মঙ্গলের জন্য কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।”

যুবরাজের ক্ষমা প্রার্থনার পর ধামা চাপা পড়ে গিয়েছিল এই ঘটনার ওপর। যদিও এখন মনে হচ্ছে কেউ কেউ রাগ পুষে রেখেছিলেন মনে। যার বহিঃপ্রকাশ এই এফআইআর-এর মাধ্যমে। ঘটনার প্রায় আট মাস পর দায়ের করা হল অভিযোগ। সংবাদমাধ্যমে খবর, হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও দায়ের করা হয়েছে অভিযোগ।

আরও পড়ুন:  প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে রাজি থাকলেই বিয়ে, বাধা হবে না পরিবার-সম্প্রদায়: সুপ্রিম কোর্ট

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version