Monday, November 10, 2025

ট্রুডোর দেশকে সাহায্য মোদির, কানাডায় যাবে ৫ লক্ষ করোনা টিকা

Date:

Share post:

দশ লক্ষ টিকার দাবি পূরণ করতে না পারলেও ৫ লক্ষ করোনাভাইরাসের টিকা কানাডায় পাঠাচ্ছেন মোদি। সাহায্য চেয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। আর তাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। শুধু কানাডাই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান-সহ অন্য প্রতিবেশী দেশগুলির সেনাবাহিনীর জন্যও টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

ফেব্রুয়ারির শুরুতেই কানাডার তরফে দশ লক্ষ কোভিশিল্ড টিকা চাওয়া হয় ভারতের কাছে। কিন্তু তাতে কোনও প্রতিক্রিয়া মেলেনি মোদি সরকারের। এরপর ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাতেই কাজ হয়েছে। সরকারি সূত্রে খবর, চলতি মাসেই কানাডায় পাঁচ লক্ষ ডোজ কোভিশিল্ড টিকা পাঠানো হবে। এছাড়াও প্রতিবেশী দেশগুলিতে টিকা সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে। তার মধ্যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, দু’ধরনের টিকাই রয়েছে। যেভাবে ফ্রন্ট লাইন যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে, এক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির একটি অংশ হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন-‘আপনাদের টাকার চেয়ে ব্যক্তির গোপনীয়তা গুরুত্বপূর্ণ’, হোয়াটসঅ্যাপকে নোটিশ আদালতের

এই মূহুর্তে কোভিশিল্ড ভ্যাকসিন ট্রুডোর দেশে পাঠানোর জোর কদমে প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে। ১০ লক্ষ টিকার ডোজের জায়গায় কেন ৫ লক্ষ টিকা কানাডায় পাঠানো হচ্ছে তার কারণ হিসেবে জানা যাচ্ছে, ভারতীয় কূটনীতিক ও সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী মোদি। সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী আশ্বাস দিলেও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না এখনই। টরন্টো ও ভ্যাঙ্কুভারে অবস্থিত খলিস্তানি জঙ্গি সংগঠনগুলি তাঁদের উপর আক্রমণ করতে পারে বলে আশঙ্কা থাকছে। কৃষি আইন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অটোয়া ও ভ্যাঙ্কুভারে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের হুমকিও দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় দূতাবাসের তরফে নির্দিষ্ট অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনই। তদন্ত শুরু করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। তাই দেখেশুনে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নয়াদিল্লি।

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...