Wednesday, August 27, 2025

হাসপাতালে ভর্তির পর কেন বাড়ি ও পুলিশকে জানানো হয়নি? মইদুল মৃত্যুতে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

নবান্ন অভিযানে পুলিসের লাঠিচার্জে গুরুতর জখম হয়েছিলেন ডিআইএফআই-র (DYFI) যুবনেতা মইদুল ইসলাম মিদ্যা। আজ, সোমবার সকালে কলকাতার এক বেসরকারি তাঁর মৃত্যু হয়। ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বামেরা। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ”যে কোনও মৃত্যুই দুঃখজনক। সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে ফোন করে দুঃপ্রকাশ করেছি। ময়না তদন্ত করে জানানো হবে। গরিব পরিবারের ছেলে চাকরি ও আর্থিক সাহায্যের জন্যে তৈরি আছি।”

তবে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ”তিনদিন আগে হাসপাতালে ভর্তি করা হল, অথচ বাড়ির লোক ও পুলিশকে কেন জানানো হয়নি? পুলিশের কাছে কেন কোনও অভিযোগ করা হয়নি। এই ধরনের ঘটনায় স্থানীয় থানায় খবর দেওয়াই দস্তুর। মৃতের বাড়ির লোকেরা বলছে, ১৩ তারিখে জানতে পেরেছি। মাঝে ২দিন কোথায় গেল?”

ঘটনার তদন্ত হবে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) বলেন,”কিডনিতে আগেও তো সমস্যা থাকতে পারে। ছেলেটির বাড়ি থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। তদন্ত করে দেখা হবে আদৌ সেদিনের ঘটনায় মারা গিয়েছে কিনা!”

অন্যদিকে, বাম যুবনেতা মইদুল ইসলামের মৃত্যুকে ঘিরে অবরোধ শুরু হয় শহর কলকাতায়। সপ্তাহের প্রথম কাজের দিনে সবচেয়ে বেশি অবরুদ্ধ হয় অফিস পাড়া সংলগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর। সেখানে বামেদের ছাত্র-যুবরা বসে পড়েন রাস্তায়। ঘটনার প্রতিবাদে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার অভিযানের কথা ছিল বলে জানা গিয়েছে। তবে আজ তা স্থগিত করে শুরু হয় অবরোধ। আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হবে রাজ্যজুড়ে থানা ঘেরাও-সহ আরও অনেক কর্মসূচি।

আরও পড়ুন- নয়া শ্রম আইন, ১৫ মিনিট অতিরিক্ত কাজ করলেই মিলবে ওভারটাইমের টাকা

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version