Monday, January 26, 2026

দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

Date:

Share post:

কলকাতায় দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল। আকাশছোঁয়া দাম বৃদ্ধির ফলে ‘চোখে জল’ মধ্যবিত্তের। ফের নতুন করে সোমবারও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এই নিয়ে টানা সাত দিন বাড়ল জ্বলানি তেলের দাম।

  • সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৮৮ টাকা ৯৯ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে ৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে।
  • কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮২ টাকা ৯৪ পয়সা।
  • মুম্বইয়ে সোমবার লিটার পিছু পেট্রল কিনতে হচ্ছে ৯৫.৪৬ টাকায়। এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৩৪ পয়সা।
  • চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৯১.৯১ টাকা। ডিজেলের দাম বেড়ে ৮৪ টাকা ৪৪ পয়সা হয়েছে।

আরও পড়ুন-করোনা পজিটিভ গুজরাটের মুখ্যমন্ত্রী, ভর্তি রয়েছেন হাসপাতালে

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম পেরিয়ে গিয়েছে ৬০ ডলার। আপাতত জ্বালানির এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষের নিস্তার নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতেই জ্বালানির উপর শুল্ক সবচেয়ে বেশি। কিন্তু শুল্ক কমার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র জানান, রাজ্যগুলিকে ভ্যাট কমাতে হবে বলে।

Advt

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই হঠাৎ ২৫ টাকা বেড়েছিল। এবার বাড়ল আরও ৫০ টাকা। সবমিলিয়ে আজ, সোমবার থেকে বাড়িতে সিলিন্ডার এলেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের জন্য গ্রাহকদের দিতে হবে ৭৯৫ টাকা ৫০ পয়সা। তিন দফায় বাড়ল সিলিন্ডার পিছু ভর্তুকিহীন গ্যাসের দাম।

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...