Wednesday, January 28, 2026

দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

Date:

Share post:

কলকাতায় দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল। আকাশছোঁয়া দাম বৃদ্ধির ফলে ‘চোখে জল’ মধ্যবিত্তের। ফের নতুন করে সোমবারও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এই নিয়ে টানা সাত দিন বাড়ল জ্বলানি তেলের দাম।

  • সোমবার দিল্লিতে পেট্রলের দাম বেড়ে প্রতি লিটারে ৮৮ টাকা ৯৯ পয়সা হয়েছে। ডিজেলের দাম বেড়ে ৭৯ টাকা ৩৫ পয়সা হয়েছে।
  • কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ২৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে ৮২ টাকা ৯৪ পয়সা।
  • মুম্বইয়ে সোমবার লিটার পিছু পেট্রল কিনতে হচ্ছে ৯৫.৪৬ টাকায়। এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৩৪ পয়সা।
  • চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৯১.৯১ টাকা। ডিজেলের দাম বেড়ে ৮৪ টাকা ৪৪ পয়সা হয়েছে।

আরও পড়ুন-করোনা পজিটিভ গুজরাটের মুখ্যমন্ত্রী, ভর্তি রয়েছেন হাসপাতালে

আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম পেরিয়ে গিয়েছে ৬০ ডলার। আপাতত জ্বালানির এই মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষের নিস্তার নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতেই জ্বালানির উপর শুল্ক সবচেয়ে বেশি। কিন্তু শুল্ক কমার কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র জানান, রাজ্যগুলিকে ভ্যাট কমাতে হবে বলে।

Advt

শুধু পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়ে চলেছে। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই হঠাৎ ২৫ টাকা বেড়েছিল। এবার বাড়ল আরও ৫০ টাকা। সবমিলিয়ে আজ, সোমবার থেকে বাড়িতে সিলিন্ডার এলেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের জন্য গ্রাহকদের দিতে হবে ৭৯৫ টাকা ৫০ পয়সা। তিন দফায় বাড়ল সিলিন্ডার পিছু ভর্তুকিহীন গ্যাসের দাম।

spot_img

Related articles

একবিংশ শতকে মধ্যযুগ! আফগানিস্তানে ফিরল ‘দাস প্রথা’-শ্রেণিবিভেদ, আইনি সিলমোহর তালিবানের

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন গোটা বিশ্ব সাম্য আর মানবাধিকারের কথা বলছে, আফগানিস্তান (Afghanistan Crisis) তখন হাঁটছে উল্টো পথে।...

দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় ২-এর মধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় ১০ বছরের অনুরাগের

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সম্মান-জায়গা দেয়নি বিজেপি! তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা

সম্মান-জায়গা দেয়নি সিপিএম, বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

মাঘের ঠান্ডায় বাধা, ঘূর্ণাবর্ত-ঝঞ্ঝার জোড়া ফলায় শীতের অকাল বিদায়ের সম্ভাবনা!

ক্যালেন্ডারের পাতায় পৌষ-মাঘ শীতকাল (winter) হলেও বসন্ত পঞ্চমী থেকেই মূলত ঋতুরাজের আগমন ঘটে। কিন্তু তাই বলে ঠান্ডার ইনিংস...