Wednesday, August 20, 2025

ক্রিকেটপ্রেমীদের মনে এখনও টাটকা ‘বাপি বাড়ি যা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) এই শট এক সময় দাপিয়ে বেড়িয়েছিল ক্রিকেট বিশ্ব। তিনি অবসর নেওয়ার পর ট্রেড মার্ক শটটি চলে গিয়েছিল হিমঘরে৷ তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের (Rishav Pant) ব্যাটে ফিরল নস্টালজিয়া। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে এই শট খেলে গ্যালারিতে পাঠালেন বল।

টেস্ট ম্যাচ হলেও চালিয়ে খেলতেই পছন্দ করেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ভারতের বিরুদ্ধে দারুণ বল করছিলেন মইন আলি। একই ওভারে তিনি সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন ইশান্ত শর্মা এবং অক্ষর প্যাটেলকে। যদিও তাতে বিন্দুমাত্র মনোবল ভাঙেনি ঋষভের। বরং নিজের শটের ঝুলি থেকে বের করলেন একের পর এক আক্রমণাত্মক শট। ৯১ তম ওভারে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকেও (Joe Root) একইভাবে সামাল দেন তিনি। সপাটে ব্যাট চালিয়ে রুটের ডেলিভারিকে পাঠিয়ে দেন সোজা দর্কাসনে। ঋষভের এই শট দেখে অনেকেই ফিরে পেলেন সৌরভের ‘বাপি বাড়ি যা’র স্বাদ। বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে অধিনায়ক বিরাট কোহলিকেও৷ সামাজিক মাধ্যমেও এখন ঘোরাফেরা করছে ঋষভের ‘বাপি বাড়ি যা’। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান করেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইতেও চাপ বেড়েছিল বিরাট কোহলি, চেতেশ্বর পুজারাদের ওপর। এই অবস্থায় দ্বিতীয় ম্যাচে ভারতের জন্য জয় হয়ে পড়েছে আবশ্যিক। চার ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পথ সুগম করতেই দ্বিতীয় ম্যাচ দলের কাছে ‘মাস্ট উইন’। প্রথম ইনিংসে ৩২৯ রান করেছিল ভারত। জবাবে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হলেও সবাইকে অবাক করে শতরান করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) (১৪৮ বলে ১০৬ রান)। অধিনায়ক বিরাট কোহলি করেছেন ৬২ রান। দ্বিতীয় ইনিংসে দশ উইকেট হারিয়ে ভারতের মোট রান ২৮৬।

আরও পড়ুন: ৫৪ টি মৃতদেহ উদ্ধার উত্তরাখণ্ডের চামোলিতে, নিখোঁজ ১৫০

Related articles

অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

স্কুল চলাকালীন দশম শ্রেণির পড়ুয়ার সঙ্গে বাগবিতণ্ডায় অষ্টম শ্রেণির পড়ুয়া তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে (stabbed) দেয়। বুধবার...

চন্দ্রনাথের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি রাজভবনের, আদালতে হাজিরার নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিল রাজভবন (Rajbhavan)। কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া...

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...
Exit mobile version