Sunday, August 24, 2025

বিতর্কিত টুলকিট কাণ্ডে সম্প্রতি দিল্লি পুলিশ(Delhi Police) গ্রেফতার করেছে পরিবেশ ও সমাজকর্মী মাত্র ২১ বছর বয়সী দিশা রবিকে(DishaRavi)। এই গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার একই সুরে দিশা রবির গ্রেফতারের ঘটনায় মোদি সরকারকে তোপ দাগলো পাকিস্তান(Pakistan)। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ(Tehreek i Insaaf) মোদি ও আরএসএসকে তোপ দেগে একটি টুইট করেছে। আর সেই টুইটকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

পাকিস্তানের শাসক দলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘সমস্ত বিরোধীদের কণ্ঠরোধ করায় মোদি ও আরএসএসের আমলে ভারতে উদ্দেশ্য। সেই ধারা অব্যাহত রেখে এবার টুলকিট মামলায় দিশা রবিকে গ্রেফতার করা হলো।’ প্রসঙ্গত ভারতের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে এর আগেও একাধিকবার সরব হতে দেখা গিয়েছে ইমরান খানের দলকে। যদিও প্রতিবারই কড়া বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। এবার দিশা রবির গ্রেফতারি নিয়ে পাকিস্তান যেভাবে সরব হলো তাতে দুই দেশের সম্পর্ক ফের একবার উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:আজ নিউ নরমাল সরস্বতী পুজো, পড়ুয়ারা অঞ্জলি দিচ্ছে অনলাইনে

উল্লেখ্য দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন সমর্থন জানিয়ে টুইট করেছিলেন পরিবেশ আন্দোলন কারী গ্রেটা থুনবার্গ সেই টুলকিট টুইটারে শেয়ার করতে দেখা যায় দিশাকে। ঘটনার তদন্তে নেমে সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নথি ছড়িয়ে দিয়েছিলেন দিশা। পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি খলিস্তানি গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে দিশার বিরুদ্ধে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে হিংসা ছড়াতে তার আগেরদিন জুম মিটিং এ কথা-বার্তা হয়েছিল দিশা রবি, নিকিতা জ্যাকব, শান্তনু মুলুক সহ একাধিক অভিযুক্তের।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version