সমবায় ব্যাঙ্কের সংযুক্তিকরণের রাস্তায় হাঁটতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

সমবায় ব্যাঙ্ক নিয়ে দেশজুড়ে অভিযোগের পাহাড়। এবার তার সমাধানে এগিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক । এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ওই কমিটি তিন মাসের মধ্যে  সুপারিশ পেশ করবে। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতোই প্রয়োজন হলে সমবায় ব্যাঙ্কের সংযুক্তিকরণের রাস্তায় হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। আপাতত আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন সময়ে ব্যাঙ্কের আর্থিক সঙ্কটের জেরে বহু গ্রাহকের চরম লোকসান হয়েছে। ওই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবায় ব্যাঙ্কের দেউলিয়া হওয়ার সংবাদ এসেছে।

এই পরিস্থিতিতে গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক আ‌ইন সংশোধন করে সমবায় ব্যাঙ্ককে নিজেদের নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আট সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এন এস বিশ্বনাথনকে।
সমবায় ব্যাঙ্ক ব্যবস্থাকে যাতে আরও সম্প্রসারিত করা যায় ব্যবসায়িকভাবে সেরকমই একটি রোডম্যাপ গঠন করার জন্য এই কমিটিকে বলা হয়েছে। গ্রাহকদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত রেখে কীভাবে নিছক ক্ষুদ্র সেক্টরের মধ্যে থেকে বেরিয়ে সমবায় ব্যাঙ্ক অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মতোই বাণিজ্যিকভাবেও পরিধি বাড়াতে পারে সেই ল‌ক্ষ্য নিয়েই পরিকল্পনা করা হচ্ছে। কমিটিকে বলা হয়েছে, সমবায় ব্যাঙ্ককে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করার প্রবণতা বন্ধ করতে হবে। গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।