Monday, November 3, 2025

টলিউডে (Tollywood) হঠাৎ জোর জল্পনা। কেন? কারণ, বুম্বাদার (Bumbada) বাড়িতে বিজেপি নেতা। শুধু তাই নয়, বৈঠক শেষে বিজেপি নেতার তাৎপর্যপূর্ণ বিবৃতি। ফলে ডানা মেলছে নানা ভাবনা। সরগরম টলিউড, রাজনৈতিক মহল।

মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জে (Ballygung) প্রসেনজিতের (Prosenjit) বাড়িতে আসেন বিজেপির বুদ্ধিজীবী নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। অনির্বাণকে রাজনৈতিক মহল চেনে, যতটা না চেনেন সাধারণ মানুষ। যাদবপুরের প্রাক্তনী ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর ( shyamaprasad research foundation) অনির্বাণকে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকদের দলের পৃষ্ঠপোষক তৈরি করার মিশনে বাংলায় পাঠানো হয়েছে। সেই কাজেই প্রসেনজিতের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায়।

কী কথা হলো দুজনের? আধ ঘন্টার বেশি সময়ে দুজনের মধ্যে সাম্প্রতিক রাজনীতি, বাংলার ভোট, শিল্পী মহল, সব কিছু নিয়েই কথা হয়েছে। কথা হয়েছে ভোটের আগে প্রকাশ্যে আসা নিয়ে সুবিধা-অসুবিধা প্রসঙ্গেও। যদি প্রসেনজিৎ এ বিষয়ে মুখ না খুললেও অনির্বাণ বলেছেন, আকর্ষণীয় আলোচনা হয়েছে, আলোচনার গভীরতাও ছিল যথেষ্ট। আর এতেই জল্পনা ডানা মেলতে শুরু করেছে।

প্রসেনজিৎকে সাধারণভাবে কোনও দলের রজনৈতিক মঞ্চে দেখা যায় না। সরকারি অনুষ্ঠানে থাকেন। কিন্তু চলচ্চিত্র উৎসব ঘিরে সরকারের সঙ্গে মনোমালিন্য হয়, নিজেকে গুটিয়ে নেন। অন্দরমহলে ক্ষোভ প্রকাশও করেন। কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি কখনও। ভোটের মুখে সেদিনের সেই অপমানের প্রতিশোধ নিতে চাইছেন? এই জল্পনায় ঘি ঢেলেছে প্রসেনজিতের মুখ বন্ধ রাখার স্ট্র‍্যাটেজি। শুধু একটি ছবি, যেখানে অনির্বাণের লেখা বই তিনি উপহার হিসাবে গ্রহণ করছেন। অমিত শাহ ও বিজেপিকে নিয়ে লেখা সেই বই নিয়েও জল্পনা ডানা মেলছে।

 

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version