‘রেল ঘটনার দায় এড়াতে পারে না’, আহত জাকিরকে দেখার পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

“রেলের জায়গায় এই ঘটনা৷ অনেক বড় ষড়যন্ত্র। রেল দায় এড়াতে পারে না।”

SSKM- এ গিয়ে বোমার আঘাতে জখম মন্ত্রী জাকির হোসেনকে (Jakir Hossain)
দেখে বেরিয়ে আসার পর এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ এদিন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন জাকির হোসেনের স্ত্রী’র সঙ্গে৷ মুখ্যমন্ত্রী বলেন, “জাকির এখন অপারেশন থিয়েটারে আছে। আরও ২৬ জনের মতো জখম হয়েছে। ব্যাপারটা খুবই ভয়াবহ। যা শুনলাম, রিমোটে ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে শুনে আমার যা মনে হচ্ছে, এটা পরিকল্পনা করে করা হয়েছে”। জখমদের চিকিৎসার পাশাপাশি এদিন ক্ষতিপূরণের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এলাকায় রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনায় মন্ত্রী ছাড়াও জখম হয়েছেন বেশ কয়েকজন। মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে আনা হয় SSKM- এ। কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন তিনি।

 

Previous articleবিজেপিতে যোগ দিলেও মমতাই তাঁর দিদি, বললেন যশ! দিলীপকে বিঁধলেন নুসরত
Next articleপেট্রোলের সেঞ্চুরি পার, দাম বৃদ্ধিতে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপালেন মোদি