জাকিরের উপর হামলার ঘটনার নিন্দা করেও রাজ্যকে ‘দুষলেন’ ধনকড়

মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনার নিন্দা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। একই সঙ্গে ঘটনায় ফের রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। বৃহস্পতিবার. নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) ধনকড় লেখেন, “মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনে মন্ত্রী জাকির হোসেনের (Zakir Hossian)উপর হামলা নিন্দনীয়। গণতন্ত্র নেই বলে হিংসার বৃদ্ধি, বিষয়টি উদ্বেগজনক“। পাশাপাশি, প্রশাসনকে দ্রুত কাজ করার পরামর্শও দেন রাজ্যপাল।

এখানে অনেকই মতে, রাজ্যের এক মন্ত্রী যেখানে গুরুতর আহত, সেখানে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার আগে রাজ্যপাল তো তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতে পারতেন। শাসকদল বারবারই ধনকড়ের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছে। রাজ্যপালের পদে থেকেও ধনকড় বিজেপি নেতার মতো আচারণ করছেন বলেও অভিযোগ করে তারা। এবার এই বিষয় নিয়েও রাজ্যপাল ও শাসকদলের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন:ফের রহস্য মৃত্যু, মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন যোগী রাজ্যে