Tuesday, November 4, 2025

তৃণমূল থেকে বিজেপিতে এসেও পিছু ছাড়ছে না বিতর্ক! এবার তোলাবাজি সহ একাধিক বিষয়ে অভিযোগ উঠল বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার(Baishali Dalmia) বিরুদ্ধে। রাজ্য বিজেপির হাওড়া জেলা সভাপতি এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে পৌঁছেছে চিঠি৷ চিঠি বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। অভিযোগকারী হলেন বিজেপির বালি অঞ্চলের এক মণ্ডল সভাপতি। এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

গত ৩০ জানুয়ারি চার্টার্ড বিমানে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), রথীন চক্রবর্তীদের (Rathin Chakraborty) সঙ্গে দিল্লি যান বৈশালীও। সেখানে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। দলবিরোধী কাজের জন্য আগেই তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। সম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতির চিঠি ঘিরে জোর রাজনৈতিক শোরগোল শুরু হয় বালিতে। সেই চিঠিতে বৈশালীর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। বিজেপির প্যাডে লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, দীর্ঘদিন এলাকায় দেখা যায়নি বিধায়ক বৈশালী ডালমিয়াকে। বদলে একজন প্রতিনিধি নিয়োগ করেছেন তিনি। সেই মহিলা এলাকার প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করেন। বৈশালীকে দলের কোনও দায়িত্ব না দেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে।

কিন্তু কে লিখল এই চিঠি? চিঠির নীচে সই রয়েছে রাধা রঞ্জন গোস্বামীর। তিনি আবার বালির এলাকায় বিজেপি মণ্ডল সভাপতি! যদিও ‘অভিযোগকারী’র দাবি, এই চিঠিটি তাঁর লেখা নয়। কেউ বা কারা সই নকল করেছে। পুরো বিষয়টা তিনি রাজ্য অফিসে জানিয়েছেন। পুরো ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

আরও পড়ুন- গুরুত্বপূর্ণ গুরুবার: দক্ষিণ ২৪ পরগনায় একই দিনে মমতা-অভিষেক-অমিত

Related articles

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...
Exit mobile version