Tuesday, November 4, 2025

মন্ত্রী জাকির হোসেনের উপর আক্রমণের তদন্তে CID, ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড, ফরেন্সিক দল

Date:

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) ওপর বোমাবাজি (Bomb Blast) ও হামলার (Attached) তদন্তে (Investigation) নামছে সিআইডি (CID)। ইতিমধ্যেই ঘটনাস্থল মুর্শিদাবাদের নিমতিতায় পৌঁছেছে সিআইডি উচ্চপদস্থ আধিকারিকরা। ফরেনসিক টিমও (Forensic Team) পৌঁছে গিয়েছে। আজ, বৃহস্পতিবার সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করবে। কথা বলবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। তবে সেখানে কোনও সিসিটিভি নেই বলে তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। তার আগে এদিন সকালেই আজ সকালেই ঘটনাস্থলে তদন্তে যায় বম্ব স্কোয়াডও ( Bomb Squad) আরও বিস্ফোরক মজুত আছে কিনা খতিয়ে দেখছেন তাঁরা। এই হামলার ঘটনায় রেল পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারীরা দেখছেন, আগে থেকেই ঘটনাস্থলে বোমা মজুত ছিল, নাকি ছিল মন্ত্রীকে লক্ষ্য করেই পরিকল্পনামাফিক বোমা ছাড়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশন চত্বরেই বোমা রাখা ছিল। যে প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে, সেখানে কোনও সিসিটিভি নেই। ফলে তথ্য মিলতে সময় লাগছে।

গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কর্মী সমর্থকদের সঙ্গে ট্রেনের অপেক্ষায় দাড়িয়ে ছিলেন মন্ত্রী জাকির হোসেন। তখন আচমকা বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে গুরুতর জখম হন মন্ত্রী জাকির হোসেন। আঘাত লাগে শরীরের একাধিক অংশে। বোমার আঘাতে জখম হন আরও ২০জন কর্মী সমর্থকও। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রাতেই মন্ত্রীকে কলকাতার উদ্দেশে নিয়ে আসা হয়।

 

 

Related articles

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...
Exit mobile version