পাঞ্জাব পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় ছিনিয়ে নিল কংগ্রেস

পাঞ্জাবের পুরসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি। জয়জয়কার রাজ্যের শাসকদল কংগ্রেসের। পাশাপাশি ভাল ফল করেছেন নির্দল প্রার্থীরাও। এমনকি বিজেপি-র প্রাক্তন সহযোগী অকালি দলও মুখ থুবড়ে পড়েছে পুরভোটে। কৃষক আন্দোলনের জেরেই গেরুয়া শিবিরের এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গত ১৪  ফেব্রুয়ারি পঞ্জাবে পুরভোট হয়েছিল। বুধবার সকাল থেকে পাঞ্জাবের ৮টি কর্পোরেশন এবং ১০৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল আর নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ৭টি কর্পোরেশন-সহ অধিকাংশ পুরসভাই কংগ্রেস দখল করতে চলেছে। একক শক্তিতে এবং নির্দলদের সঙ্গে নিয়ে পাঠানকোট (Pathankot), বাটলা (Batla), হোশিয়ারপুর (Hoshiarpur), অবোহর (Abohar),ভাতিন্ডা (Bathinda), কাপুরথালা (Kapurthala) এবং মোগা (Moga) কর্পোরেশনে কংগ্রেসের জয়ধ্বনি শোনা যায়।   মোহালির ফল ঘোষণা এখনও বাকি।

প্রায় ৫৩ বছর পরে ভাতিন্ডায় জয় পেল কংগ্রেস। অকালি দলের প্রধান সুখবীর বাদলের স্ত্রী হরসিমরত কউর এই কেন্দ্রেরই সাংসদ। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের মন্ত্রিসভার সদস্য তথা সুখবীরের তুতো ভাই মনপ্রীত এই জয়ের জন্য ভাতিন্ডার ভোটদাতাদের অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘ভাতিন্ডাবাসী আজ ইতিহাস তৈরি করলেন’।