Saturday, December 20, 2025

শেষপর্যন্ত গালওয়ানে সেনামৃত্যুর খবর স্বীকার করতে বাধ্য হল চিন

Date:

Share post:

টানা আট মাস পর অবশেষে সত্যিটা স্বীকার করতে বাধ্য হল চিন (china)। এতদিনের ঘোষিত অবস্থানের সম্পূর্ণ উল্টো মেরুতে দাঁড়িয়ে স্বীকার করল পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির কয়েকজন সেনা ও আধিকারিক নিহত হয়েছিলেন। অথচ এতদিন ধরে বেজিং দাবি করছিল গালওয়ানে (galwan) তাদের নাকি কোনও ক্ষয়ক্ষতিই হয়নি!

২০২০ সালের জুন মাসে লাদাখের (ladakh) গালওয়ানে চিনের সঙ্গে ভারতের সেনাদের রুদ্ধশ্বাস সংঘাতে চিনেরও বেশ কয়েকজন সেনা নিহত হন বলে ভারতের (india) তরফে শুরু থেকেই দাবি করা হচ্ছিল। যদিও তা নিয়ে কার্যত মুখই খুলতে চায়নি চিন। বরং চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র তা বারবার অস্বীকার করেছিলেন। তবে এবার কিছুটা বাধ্য হয়েই মাথা নত করল চিন। গত বছর জুনে গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে পাঁচ চিনা সেনা ও অফিসার নিহত হয়েছেন বলে শুক্রবার চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) প্রথমবারের মত স্বীকার করল। একইসঙ্গে জানিয়ে দিল গালওয়ান সংঘাতে নিহত লালফৌজ জওয়ানদের নাম।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জওয়ানদের গুলিতে নিকেশ ৩ জঙ্গি

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন সামরিক বাহিনীর আধিকারিক সহ একাধিক জওয়ানের মৃত্যুর খবর স্বীকার করেছে চিনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’। এর আগে মৃত সেনাদের নাম প্রকাশ না করায় নিজেদের দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গালওয়ান উপত্যকায়। ওই সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এই মাসেই রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছিল, গালওয়ান সংঘর্ষে প্রায় ৪৫ জন চিনা সেনা নিহত হন। এরপরেই তড়িঘড়ি নাম প্রকাশ করে বেজিং জানাল, নিহতের সংখ্যা আসলে পাঁচ।

Advt

 

spot_img

Related articles

বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ: খালি হাতে আসা মোদিকে পাল্টা তোপ তৃণমূলের

প্রত্যেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে সফরের সময় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয় বাংলার শাসকদল তৃণমূল। নদিয়ার তাহেরপুরে ভার্চুয়াল...

অদমিত: হামলার ক্ষত বুকে নিয়ে বাংলাদেশে প্রকাশিত প্রথম আলো-ডেলি স্টার

হামলার ক্ষত বুকে নিয়ে শনিবার প্রকাশিত হল প্রথম আলো (Pathom Alo) এবং ডেলি স্টার (Daily Star)। একদিন বন্ধ...

নিরাপত্তার পাঁচিল ভেঙে গর্ভগৃহে ক্যামেরা! পুরীর জগন্নাথের নিরাপত্তা নিয়ে তুঙ্গে বিতর্ক

অন্যান্য ধর্মীয় স্থানের মতো নিয়মের বেড়াজাল রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরেও। কিন্তু ফাঁক গলে ক্যামেরা ঢুকে জগন্নাথ ধামের গর্ভগৃহে।...

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...