Friday, December 12, 2025

DYFI কর্মী নিহত মইদুল মিদ্দার স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার

Date:

Share post:

ফের কথা রাখলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমন কথা, তেমন কাজ। মাত্র তিনদিনের মধ্যেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি। বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে (Nabanna Avijan) নিহত DYFI কর্মী মইদুল মিদ্দার স্ত্রী আলেয়া বিবিকে চাকরির (Job) নিয়োগপত্র (Appointment Letter) তুলে দিল রাজ্য সরকার। মইদুলের স্ত্রীকে স্পেশ্যাল হোম গার্ড পদে চাকরি দেওয়া হলো নবান্নের তরফে। মইদুল মিদ্দার মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রয়াত যুব নেতার পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী।

আজ, শুক্রবার বাঁকুড়া জেলাশাসক, পুলিশ সুপার এবং মন্ত্রী শ্যামল সাঁতরা কোতুলপুরে নিহত মইদুল মিদ্দার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে তুলে দেন নিয়োগপত্র। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী শ্যামল সাঁতরা। স্বামীর মৃত্যুর পর শোকাহত আলেয়া চাকরি নিতে নারাজ ছিলন। কিন্তু যে চাকরি তাঁকে দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট বলে জানিয়েছেন ডিওয়াইএফআই কর্মীর স্ত্রী আলেয়া বিবি। দ্রুত তিনি কাজে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বাঁকুড়ার কোতুলপুরের চোরকোলা গ্রামের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্দা পেশায় ছিলেন চালক। সেই গাড়ি চালিয়েই কোনওরকমে পরিবারের পাঁচ সদস্যের পেট চালাতেন মইদুল। সঙ্গে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সক্রিয় সদস্যও ছিলেন। সম্প্রতি, বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে কলকাতায় সেই আন্দোলনে যোগ দিতে এসে প্রাণ হারাতে হয়েছিল ৩২ বছরের তরতাজা যুবককে। তাঁকে হারিয়ে কার্যত পথে দিশাহারা ছিল পরিবার। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী নিহত বাম যুবকর্মীর পরিবারকে সরকারি চাকরি দেওয়ায় কিছুটা হলে গরিব পরিবারটি বাঁচলো।

আরও পড়ুন- রাজস্থান রয়‍্যালসে ফিরে উচ্ছসিত মরিস

Advt

spot_img

Related articles

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...