Wednesday, November 12, 2025

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে ফের হুমকির মুখে পড়তে হল। প্রাণনাশের হুমকি এল সেই এহসানউল্লা এহসানের তরফ থেকে। এই এহসানউল্লাই ২০১২ সালে গুলি করেছিল মালালাকে। সেই হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালিবান জঙ্গি এহসানের নামে তৈরি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে মালালাকে। সেখানে মালালাকে উদ্দেশ্য করে বলা হয়েছে,‘দেশে ফিরে এসো। কারণ তোমার এবং তোমার বাবার সঙ্গে আমার একটি বোঝাপড়া রয়েছে। আর কোনও ভুল হবে না।’

বিশ্ব জুড়ে নারীর ক্ষমতায়নের বিশেষ মুখ মালালা। নারী-শিক্ষা আন্দোলনেরও অন্যতম মুখ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেই তাঁকে আবারও জঙ্গি আক্রোশের মুখে পড়তে হল। এর ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পাকিস্তানের ইমরান খানের সরকার। এক অপরাধী কী ভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, তা নিয়ে মালালা নিজেও সরব হয়েছেন।

আরও পড়ুন-স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

মালালা টুইট করে বলেছেন, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার এবং অন্যদের উপর হামলার দায় নিয়েছে। সে এখন সোশাল মিডিয়ায় অন্যদের খুনের হুমকি দিচ্ছে কী ভাবে?’ এই নিয়ে ইমরান খানের উপদেষ্টা রাউফ হাসান জানিয়েছেন, হুমকি নিয়ে সরকার তদন্ত করছে। টুইটার অ্যাকাউন্টটি দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দীর্ঘদিনের কর্মী এহসানকে ২০১৭ সালে গ্রেফতার করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে পাক গোয়েন্দাদের নিরাপদ হেফাজত থেকে সে পালিয়ে যায়। এহসানের এই গ্রেপ্তারি এবং পালানো নিয়ে বহু প্রশ্নের উত্তর মেলেনি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version