Tuesday, November 11, 2025

অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল বহিষ্কৃত মোশারফ হোসেন

Date:

আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার প্রত্যাশামতোই কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল (TMC) বহিষ্কৃত (Suspend) মোশারফ হোসেন (Mosharaf Hossain)। আজ, শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) হাত ধরে এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি দলবিরোধী-সহ একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে মোশারফকে বহিষ্কার করেছিল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল।

শাসক দল থেকে বহিষ্কার হওয়ার পর মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন জানিয়েছিলেন, তৃণমূল ছাড়লে কোনও ধর্ম নিরপেক্ষ দলেই যোগ দেবেন তিনি। তখনই বোঝা গিয়েছিল কংগ্রেসের হাত ধরতে চলেছেন তিনি। সেই পথে হেঁটেই এদিন দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড়ে যুব কংগ্রেসের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মোশারফ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভায় গরহাজির ছিলেন মোশারফ। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিকবার দলবিরোধী মন্তব্যের অভিযোগও উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেও মোশারফ হোসেনকে বহিষ্কার করে তৃণমূল। মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাধিপতি আবু তাহের জানিয়ে ছিলেন, জেলা পরিষদের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকেও গরহাজির ছিলেন মোশারফ। এরপর বাকি সদস্যদের সম্মতি নিয়েই তাঁকে অপসারণের সিদ্ধান্ত করা হয় ।

আরও পড়ুন:মুহূর্তে ধ্বংস হবে শত্রু ট্যাঙ্ক, পোখরানে পরীক্ষায় সফল বিধ্বংসী ‘ধ্রুবাস্ত্র’

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version