Sunday, August 24, 2025

অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল বহিষ্কৃত মোশারফ হোসেন

Date:

আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার প্রত্যাশামতোই কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল (TMC) বহিষ্কৃত (Suspend) মোশারফ হোসেন (Mosharaf Hossain)। আজ, শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) হাত ধরে এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি দলবিরোধী-সহ একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে মোশারফকে বহিষ্কার করেছিল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল।

শাসক দল থেকে বহিষ্কার হওয়ার পর মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন জানিয়েছিলেন, তৃণমূল ছাড়লে কোনও ধর্ম নিরপেক্ষ দলেই যোগ দেবেন তিনি। তখনই বোঝা গিয়েছিল কংগ্রেসের হাত ধরতে চলেছেন তিনি। সেই পথে হেঁটেই এদিন দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড়ে যুব কংগ্রেসের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মোশারফ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভায় গরহাজির ছিলেন মোশারফ। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিকবার দলবিরোধী মন্তব্যের অভিযোগও উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেও মোশারফ হোসেনকে বহিষ্কার করে তৃণমূল। মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাধিপতি আবু তাহের জানিয়ে ছিলেন, জেলা পরিষদের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকেও গরহাজির ছিলেন মোশারফ। এরপর বাকি সদস্যদের সম্মতি নিয়েই তাঁকে অপসারণের সিদ্ধান্ত করা হয় ।

আরও পড়ুন:মুহূর্তে ধ্বংস হবে শত্রু ট্যাঙ্ক, পোখরানে পরীক্ষায় সফল বিধ্বংসী ‘ধ্রুবাস্ত্র’

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version