Wednesday, November 5, 2025

টানা ১১ দিন পরেও পেট্রোল- ডিজেলের দাম বৃদ্ধিতে রেকর্ড

Date:

ফের সর্বকালীন রেকর্ড ভেঙে মূল্যবৃদ্ধিতে নজির গড়ল পেট্রোল ও ডিজেল। শুক্রবার নতুন করে দুই জ্বালানিরই দাম বাড়ল। এই নিয়ে পর পর টানা ১১ দিন দাম বাড়ল পেট্রোল(Petrol) ও ডিজেলের(Diesel)। ফলে শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ৯১ টাকা ৪১ পয়সা দাঁড়াল। অন্যদিকে ডিজেলের দাম হল লিটার প্রতি ৮৪ টাকা ১৯ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা।এনিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhaya) ।

পাশাপাশি রাজধানী দিল্লিতে(Delhi) পেট্রোলের দাম ৯০ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার তেল সংস্থাগুলি লিটারে ৩০ পয়সা করে দাম বাড়িয়েছে। তার জেরেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত মানুষের।  দিল্লিতে শুক্রবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৯ টাকা ৮৮ পয়সা থেকে বেড়ে ৯০.১৯ টাকা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৬০ পয়সা। ম্বইয়ে শুক্রবার লিটারে পেট্রলের দাম বেড়ে ৯৬ টাকা ৬২ পয়সা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে এই মুহূর্তে ৮৭ টাকা ৬৭ পয়সা। শুক্রবার মুম্বইয়ে লিটার পিছু পেট্রলের দাম বেড়ে ৯৬ টাকা ৬২ পয়সা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে এই মুহূর্তে ৮৭ টাকা ৬৭ পয়সা। ৪টি মেট্রো শহরে মধ্যে দেশের মধ্যে মুম্বইয়েই এই মুহূর্তে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

উল্লেখ্য গতকাল, বৃহস্পতিবারও তেলের মূল্যবৃদ্ধি হয়েছেল। এদিন পেট্রোল ও ডিজেলের দামে লিটার পিছু বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩৩ ও ৩২ পয়সা করে। যার জেরে দেশে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পার হয়ে গিয়েছে। রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। তথ্য অনুযায়ী এদিন সেখানে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০. ২৩ টাকা।

 

Related articles

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...
Exit mobile version