Tuesday, December 16, 2025

বিতর্ক বাড়িয়ে এবার অমিত শাহের সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান

Date:

সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ নামক ধর্মীয় স্লোগানের শুরুটা হয়েছিল কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজী জন্মজয়ন্তীর অনুষ্ঠানে। তাও আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) উপস্থিতিতে। দ্বিতীয় দফায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শহরে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতে এবারের স্থান ন্যাশনাল লাইব্রেরী(National library)। সরকারি জায়গায় শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের অনুষ্ঠানে এই ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়িয়েছে। ওই অনুষ্ঠানে অমিত শাহের বক্তব্য চলাকালীন আমন্ত্রিত অতিথিদের জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায়। এর পরই প্রশ্ন উঠতে শুরু করে সরকারি অনুষ্ঠানকে বারবার কীভাবে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলছেন কেন্দ্রীয় মন্ত্রীরা?

শুক্রবার রাজ্যে অমিত শাহের সফরের দ্বিতীয় দিনে সরকারি অনুষ্ঠানে ন্যাশনাল লাইব্রেরিতে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি গ্যালারির উদ্বোধন তিনি। এই পরই বক্তব্য রাখতে উঠে স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রসঙ্গ তুলে আনেন অমিত শাহ। বলেন, কীভাবে ইংরেজ আমলে সরকারি চাকরির পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করে নিজের কেরিয়ারের কথা না ভেবে দেশের জন্য চাকরি ছেড়েছিলেন সুভাষ। তাঁর বীরত্ব এবং ইংরেজদের বিরুদ্ধে কঠিন সংগ্রাম দেশবাসী কখনো ভুলবে না। তাতেই লড়াই দেখে আজও অনুপ্রাণিত দেশের যুব সমাজ। পাশাপাশি নিজের ভাষণে স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসু এবং রাসবিহারীর প্রসঙ্গ তুলে আনেন তিনি। তবে সব কিছু ঠিকঠাক চললে ও তাল কাটে জয় শ্রীরামে। বক্তব্য চলাকালীন হাততালির সঙ্গেই উপস্থিত আমন্ত্রিতরা সরব হয়ে ওঠেন ‘জয় শ্রীরাম’ স্লোগানে।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ডে ফের কলকাতা-সহ রাজ্যের ১০ জায়গায় CBI অভিযান

পাশাপাশি বীর শহিদদের উদ্দেশে এদিন অভিনব সাইকেল যাত্রার সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন ভাগে রওনা দেবে এই সাইকেল যাত্রা। যার একটি স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর নামে এবং বাকি দুটি রাসবিহারী বসু এবং ক্ষুদিরাম বসুর নামে। রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের গ্রামে গ্রামে পৌঁছোবে এই সাইকেল যাত্রা। পাড়ি দেবে কয়েকশ কিলোমিটার পথ।

Related articles

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...
Exit mobile version