Sunday, August 24, 2025

সরস্বতীপুজোর পরেও বজরং দলের ফতোয়া পোস্টার, ক্ষুব্ধ পুরুলিয়া

Date:

এবার বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি (Bjp)। আর তার আগেই তাদের শাখা সংগঠনগুলি এরাজ্যে মাথাচাড়া দিয়েছে। ‘ভ্যালেন্টাইন্স ডে’র (Valentines Day) পর সরস্বতীপুজোর সময় ফতোয়া দেওয়া পোস্টার (Poster) নজরে এলো বজরং দল (Bajrang Dal) ও বিশ্ব হিন্দু পরিষদের (Viswa Hindu Parishad)। রাজ্যের বেশ কয়েকটি জায়গার মতো এই পোস্টার নজরে পড়েছে পুরুলিয়াতেও (Purulia)। “খোলা জায়গায় কোনও যুগলকে যেন দেখা না যায়”- পুরুলিয়ায় দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সতর্কীকরণ পোস্টার। এই ঘিরে বিতর্ক দেখা দিয়েছে পুরুলিয়ায়। ক্ষুব্ধ জেলার সব মহল।

সরস্বতীপুজোতে এই পোস্টার পড়ে হুগলি, বাঁকুড়াতেও। পুজো পার হয়ে গেলেও পুরুলিয়ার জয়পুর, ঝালদা, পাড়া, কাশীপুর ও পুরুলিয়া শহরে এমন পোস্টারের দেখা মিলেছে। ছাপানো ওই পোস্টারে সতর্কীকরণ শিরোনামে লেখা রয়েছে, “বাংলার বিদ্যার দেবী সরস্বতীপুজো। যা অনেক বাঙালি মনে করেন ‘ভালোবাসা’–র উৎসব, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওই দিন খোলা জায়গায় কোন যুগল যেন দৃষ্টিতে না আসে। দৃষ্টিকটু অবস্থায় না দেখা যায়। এরকম ঘটনায় তাদের বাবা–মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনের পর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে আইন আনবে এবং বাঙালি যুবক–যুবতীদের চরিত্রের উন্নতির জন্য নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।” পোস্টারের নীচে লেখা বজরং দলের নাম। তবে, এই পোস্টারের দায় নিতে রাজি হয়নি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

আরও পড়ুন:উপত্যকায় ফের রক্তক্ষরণ, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পুলিশকর্মী

ক্ষমতায় আসার স্বপ্নে যাদের শাখা-সংগঠন এই ধরনের নীতি পুলিশি করছে, যদি বাংলায় তারা ক্ষমতায় আসে, তাহলে কি রূপ ধারণ করবে তাতেই আশঙ্কিত দায়িত্বশীল বুদ্ধিজীবীরা।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version