Thursday, December 18, 2025

বিশ্বের সেরা শহরের তালিকায় স্থান পেল দিল্লি

Date:

Share post:

পর পর দু’বার। বিশ্বের সেরা শহরের তালিকায় নাম বজায় রাখল রাজধানী দিল্লি। আগের বছরের তুলনায় ২০২১ সালের এই তালিকায় বেশ কিছুটা ওপরের দিকে নিজের স্থান করে নিল রাজধানী। তালিকার ভিত্তিতে ২০২০ সালে  ৮১ তম স্থানে ছিল দিল্লি, এবারে সেটি আরও ওপরের দিকে উঠে এসে ৬২তম স্থানে জায়গা করে নিয়েছে। দিল্লি ছাড়াও এবছর এই তালিকায় স্থান পেয়েছে প্রাগ, সেন্ট পিটার্সবার্গ, ওয়াশিংটন ডিসি, আবু ধাবি(Abu Dhabi), সানফ্রান্সিসকো(Sanfransico), রোম(Rome), টরন্টো, আমস্টারডাম প্রভৃতি শহর। প্রথম স্থানেই রয়েছে ব্রিটেনের লন্ডন।  তালিকা ঘোষণা হওয়ার পরই এদিন শহরবাসীকে শুভেচ্ছা লিখে টুইট করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind kejriwal)।

সমীক্ষা বলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে উন্নয়নের গতি বেড়েছে। যার ফল হাতেনাতে পাচ্ছে রাজধানী। রেসোন্যান্স কনসালট্যান্সি লিমিটেড নামে একটি সংস্থা প্রতি বছর বিভিন্ন উন্নয়নের মাপকাঠিতে শহরগুলির মধ্যে তুলনামূলক বিচার চালায়। যার মধ্যে থাকে গন্তব্য হিসেবে শহরটির চাহিদা, ব্রান্ডিং, মার্কেটিং, ডিজাইন, টুরিজম ও ট্রাভেল রিপোর্টের খতিয়ান।

২০২০ সালে প্রথম ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছিল দিল্লি। এবছর গতি আরও খানিকটা এগিয়েছে। তবে উদ্বেগের কথা হল দিল্লি ছাড়া দেশের অন্য কোনও শহরই এই তালিকায় নাম তুলতে পারেনি। অন্যদিকে দিল্লি প্রশাসন জানিয়েছে তাদের শহর যাতে আরও উন্নতি করতে পারে, সেই চেষ্টা করে চলবেন তাঁরা।

২০১৮ সাল থেকেই জনপ্রিয়তার দিক নিরিখে ক্রমশ এগিয়েছে দিল্লি। পরিসংখ্যান বলছে, দিল্লির ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্য, পরিকাঠামো, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও যোগাযোগ ব্যবস্থা গোটা বিশ্বের মানুষকে আকর্ষণ করে।

Advt

spot_img

Related articles

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...