Monday, August 25, 2025

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বেসরকারি ক্ষেত্রে ভরসা মোদির

Date:

আধুনিক ভারত গড়তে আত্মনির্ভর ভারতের(Atmanirbharta) ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই লক্ষ্য পূরণে শনিবার নীতি আয়োগের(niti aayog) বৈঠকে বেসরকারি ক্ষেত্রগুলোকে আরও মজবুত করার বার্তা দিলেন তিনি। জানালেন, ‘দেশকে সার্বিক ভাবে স্বাবলম্বী করতে বেসরকারি ক্ষেত্রেগুলিকে(private organisation) আরও মজবুত করতে হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে পাশে থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলির।’

শনিবার নীতি আয়োগের বৈঠকে কেন্দ্রর সঙ্গে রাজ্যগুলিকে সমন্বয় বার্তা দিয়ে মোদি বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতেও এই সমন্বয় সাফল্য এনে দিয়েছে ভারতকে।’ এই ধারা অব্যাহত রেখে মোদির পরামর্শ, ‘আত্মনির্ভর ভারত প্রকল্পে অংশ নেওয়ার জন্য সরকারের উচিৎ বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিকে সুযোগ দেওয়া।’ পাশাপাশি, কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে রাজ্য যাতে বাজেট তৈরি করে সে দাবিও করেন তিনি। বলেন, ‘কেন্দ্রের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখা হোক রাজ্যের বাজেটে।’

আরও পড়ুন:ফের আতঙ্ক ! ৫ রাজ্যে ফিরে এসেছে সংক্রমণ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের

প্রসঙ্গত, কেন্দ্রে মোদি সরকারের ক্ষমতায়নের পর বিভিন্ন সরকারি সম্পত্তি বেসরকারিকরণ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। এহেন অবস্থায় ব্যাংকের বেসরকারীকরণের জন্য অতীতের আইন সংশোধন করতে পারে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধিরা। এমন অবস্থায় ফিরে একবার বেসরকারিকরণের ওপর আস্থা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। উল্লেখ্য, এ দিন নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে অনুপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version